Advertisement
০৮ মে ২০২৪
MGNREGA

একশো দিনের কাজে বকেয়া চেয়ে বিক্ষোভ

গত দু’বছর ধরে প্রায় দেড়শো জন মহিলা ১০০ দিনের কাজের টাকা পাননি।

—নিজস্ব চিত্র

—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০০:০৩
Share: Save:

দীর্ঘ দিন একশো দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা। বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের উপকণ্ঠে রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের কপিবাগান এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত দু’বছর ধরে প্রায় দেড়শো জন মহিলা ১০০ দিনের কাজের টাকা পাননি। এখন ‘লকডাউন’-এর সময়ে হাতে টাকা পয়সা না থাকায় বকেয়া টাকা চেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের তরফে আরতি মণ্ডলের দাবি, একে মজুরি বকেয়া, তার উপরে ত্রাণও সেভাবে মিলছে না, বাধ্য হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূলের অঞ্চল কার্যকরী সভাপতি সমীর মুখোপাধ্যায় এতে জড়িত বলেও অভিযোগ করেছেন তাঁরা। যদিও সমীরবাবুর দাবি, ওই কাজের মাস্টার রোল তৈরি করে পাঠানোর দায়িত্ব ছিল বর্তমান সদস্যের। কিন্তু তিনি তা করেননি। যেহেতু তিনি কাজ করিয়েছিলেন, তাই তাঁকে ফাঁসানো হচ্ছে। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MGNREGA Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE