Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bardhaman

বজ্রপাতে নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সাহায্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের

রবিবার জেলাশাসকের সভাকক্ষে নিহতদের পরিবারের সদস্যদের হাতে দু'লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়।

জেলাশাসকের সভাকক্ষে চেক তুলে দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের দস্যদের হাতে।

জেলাশাসকের সভাকক্ষে চেক তুলে দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের দস্যদের হাতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৭:৩৭
Share: Save:

বজ্রপাতে শনিবার পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছিল ৪ জনের। ২৪ ঘণ্টার মধ্যে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

রবিবার জেলাশাসকের সভাকক্ষে নিহতদের পরিবারের সদস্যদের হাতে দু'লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। সেখানে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জামালপুরের বিধায়ক অলক মাঝি এবং জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ।

শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে বজ্রপাতে মৃত্যু হয় ৪ জনের। জখম হন একজন। মৃতেরা হলেন রঞ্জিত গোয়ালা (৪০),অরূপ বাগ (৪০),শম্ভুচরণ দাস (৫২) এবং অধীর মালিক (৪৯)। জখম হন মনু আইরি। জামালপুর থানার গুড়েঘর গ্রামের বাসিন্দা রঞ্জিত। অরূপের বাড়ি কাঁশরা গ্রামে। নিহত শম্ভুচরণ জ্যোৎশ্রীরাম গ্রামে এবং অধীরের বাড়ি মুহিন্দর গ্রামে । বজ্রপাতে জখম মনু আইরি সম্পর্কে রঞ্জিত গোয়ালার শ্যালক। তিনি কালনা মহকুমার তিলডাঙা গ্রামের বাসিন্দা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bardhaman Lightning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE