Advertisement
১৭ জুন ২০২৪

প্রেমিককে কোপের কারণ নিয়ে ধোঁয়াশা

বিয়ের আগের রাতে প্রেমিককে ডেকে গলায় কোপ বসানোর অভিযোগ উঠেছিল প্রেমিকা ও তার বান্ধবীর বিরুদ্ধে। প্রশ্ন উঠেছিল, দুই বান্ধবীর অন্তরঙ্গতা নিয়েও।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০১:২৭
Share: Save:

বিয়ের আগের রাতে প্রেমিককে ডেকে গলায় কোপ বসানোর অভিযোগ উঠেছিল প্রেমিকা ও তার বান্ধবীর বিরুদ্ধে। প্রশ্ন উঠেছিল, দুই বান্ধবীর অন্তরঙ্গতা নিয়েও। তবে কালনার শাসপুরের ওই যুবককে জিজ্ঞাসাবাদ না করে এখনই কিছু বলতে নারাজ পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই যুবকের অভিযোগের ভিত্তিতেই পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।

সোমবার রাতে কানামাছি খেলার ছলে চিরঞ্জিত পাল নামে ওই ব্যবসায়ীর গলায় কাটারির কোপ মারা হয়। চোখ খুলে প্রেমিকা দীপা পণ্ডিতের ঘনিষ্ঠ বান্ধবী নাসিমা খাতুনকে কাটারি হাতে দেখে চিরঞ্জিত। পরে তিনি অভিযোগ করেন, ‘‘ওর বান্ধবী ভাল স্বভাবের ছিল না। দীপাকেও খারাপ পথে নামানোর চেষ্টা করছিল। তা জানতে পেরে সতর্ক করি। বিয়ে হয়ে গেলে ও দীপাকে খারাপ কাজে নামাতে পারত না। তাই ওকে প্রভাবিত করে আমাকে খুনের চেষ্টা করে।’’ দুই তরুণীর পরিবারও মেয়েদের অতিরিক্ত অন্তরঙ্গতার কথা মেনে নেয়। বুধবার কালনার এসডিপিও ওয়াই রঘুবংশী বলেন, ‘‘হাসপাতালে ভর্তি ওই যুবক কিছুটা সুস্থ হলেই ঘটনাটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। নানা বিষয়ে আমাদের খটকা আছে। জেরা করে সেগুলির উত্তর খোঁজা হবে।’’ দুই তরুণীর বাড়ি, কালনার নিউ মধুবন এলাকাতেও জেরা করা হবে।

কালনা মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিরঞ্জিতের গলার কোপ শ্বাসনালীর সামান্য উপরে হওয়ায় বেঁচে গিয়েছেন তিনি। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই বলেন, ‘‘প্রায় ১০ সেন্টিমিটার লম্বা এলাকা জুড়ে তিন সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছিল। তবে আপাতত ওই যুবক ভাল আছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE