Advertisement
২৪ এপ্রিল ২০২৪
landslide

Landslide: রানিগঞ্জে ২০০ বর্গফুট এলাকা জুড়ে ধস, অভিযোগের তির অবৈধ কয়লা খনির দিকে

ধস সংলগ্ন অঞ্চল দিয়ে গিয়েছে ১১ হাজারভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার। ফলে চিন্তায় প্রশাসনও।

ধসের কারণে সরে গিয়েছে রাস্তার নীচের মাটি।

ধসের কারণে সরে গিয়েছে রাস্তার নীচের মাটি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২২:৩৩
Share: Save:

পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের ব্যস্ত এলাকায় রাস্তার ধারে পুরনো বালি-বাঙ্কার সংলগ্ন ময়দানে প্রায় ২০০ বর্গ ফুট এলাকা জুড়ে ধস নামল। বুধবার সাহেবকুঠি কালীমন্দির লাগোয়া অঞ্চলে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

ধস সংলগ্ন অঞ্চল দিয়ে গিয়েছে ১১ হাজারভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার। এলাকার ব্যস্ত সড়কের নীচ থেকেও মাটি সরে গিয়েছে। ঘন বসতিপূর্ণ এলাকায় রাস্তার ধারে এই হঠাৎ ধসের কারণে তাই চিন্তিত প্রশাসনও। স্থানীয়দের একাংশ জানান, টানা কয়েক দিনের বৃষ্টির পরে এমন ধসের ঘটনা আগেও ঘটেছে এলাকায়।

অবৈধ কয়লা খনির কারণেই এমন ঘটনা বলেও অভিযোগ উঠেছে। বুধবার ধস নামার পরে স্থানীয়েরা ইসিএল কর্তৃপক্ষকে খবর দিলে সংস্থার আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। তাঁরা এলাকা পরিদর্শন করে বালি দিয়ে ভরাট করার কথা বলেছেন। পরিত্যক্ত কিংবা অবৈধ খনির কারণে এমন হতে পারে বলেও জানান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

landslide Paschim Bardhaman Raniganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE