পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বিরোধিতা করে সভা ডেকেছিলেন নেতারা। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন দলের কর্মী-সমর্থকেরা।
বুধবার কার্জন গেট চত্বরে পঞ্চায়েত ভোটে লাগামছাড়া সন্ত্রাস, বিজেপি কর্মীদের উপর আক্রমণ ও রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিজেপি। হাজির ছিলেন দলের রাজ্য নেতা শমীক ভট্টাচার্য, বর্ধমান জেলার পর্যবেক্ষক অনল বিশ্বাস, রাজ্য সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্য, জেলা সভাপতি সন্দীপ নন্দী। কেন্দ্র সরকারের নানা প্রকল্প তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনা করেন তাঁরা। নানা দাবিতে অবস্থান বিক্ষোভের ডাক দেন নেতারা। ছিল জেলাশাসকের অফিস ঘেরাও কর্মসুচি।
শমীকবাবু বলেন, ‘‘গোষ্ঠীদ্বন্দ্বে যাঁরা মার খাচ্ছেন, যাঁরা টিকিট পাননি বা যাঁরা পিছনের সারিতে চলে গিয়েছেন, তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’’