Advertisement
০২ মে ২০২৪

একই দিনে নিখোঁজ পড়শি দুই নাবালক

একই দিনে নিখোঁজ হয়ে গিয়েছে প্রতিবেশী দুই নাবালক। পাঁচ দিন পরেও তাদের হদিস না মেলায় আতঙ্ক তৈরি হয়েছে হিরাপুর থানার ধ্রুবডাঙাল এলাকায়।

ছবি হাতে মায়েরা।  নিজস্ব চিত্র।

ছবি হাতে মায়েরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০১:৫৩
Share: Save:

একই দিনে নিখোঁজ হয়ে গিয়েছে প্রতিবেশী দুই নাবালক। পাঁচ দিন পরেও তাদের হদিস না মেলায় আতঙ্ক তৈরি হয়েছে হিরাপুর থানার ধ্রুবডাঙাল এলাকায়। দু’জনকে খুঁজে পেতে প্রতিবেশীরা চাঁদা তুলে ছবি-সহ পোস্টার ছাপিয়ে, মাইকে ঘোষণা করে প্রচার শুরু করেছেন।

ধ্রুবডাঙালের গোয়ালাপট্টির ওই দুই পরিবার পুলিশকে জানিয়েছে, ৩০ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ছ’বছরের ধনজন যাদব ও বছর আটের বিক্রম সিংহ। বিক্রম মূক-বধির। মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা যায়, দিনের বেলা ছেলে দু’টি নিখোঁজ হয়ে গেল কী করে, সে নিয়ে চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুই পরিবারের সদস্য ও পড়শিরা জানান, পাঁচ দিন ধরে তন্নতন্ন করে খুঁজেও তাদের কোনও হদিস মেলেনি। ধনজনের বাবা সর্বজিত যাদব কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন। ছেলের ছবি হাতে নানা জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন মা তিজা দেবী। তিনি বলেন, ‘‘বিকেল ৩টে নাগাদ সমবয়সী কয়েক জনের সঙ্গে খেলতে গিয়েছিল ছেলে। কোথায় হারিয়ে গেল, বুঝতে পারছি না!’’

স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র বিক্রমও নিখোঁজ হয় সে দিনই। তার মা রুবী দেবী পুলিশকে জানান, প্রতিদিন বিকেলে ছেলে পড়শি কয়েক জন ছেলের সঙ্গে খেলতে যায়। সে দিনও গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরেও সে না ফেরায় খোঁজ শুরু হয়। তখনই তাঁরা জানতে পারেন, পাড়ার আর একটি ছেলেও নিখোঁজ।

স্থানীয় বাসিন্দা পঙ্কজ ঠাকুর দাবি করেন, সে দিন ছেলে দু’টিকে এক সঙ্গে পাড়ায় খেলতে দেখেছিলেন এলাকার অনেকে। দু’জন নিখোঁজ হল কী ভাবে, ধন্দে তাঁরা। এডিসিপি (পশ্চিম) অনমিত্র দাস জানান, এই রাজ্য ও ঝাড়খণ্ডের নানা থানাকে বিষয়টি জানানো হয়েছে হয়েছে। বিভিন্ন বাস টার্মিনাস ও স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পোস্টেও দু’জনের ছবি-সহ তথ্য দিয়ে সাহায্য চাওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Juveniles Missing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE