এক যুবককে খুনের অভিযোগ উঠল বুদবুদের মানকর এলাকায়। বুধবার সকালে মানকর কলেজের পাশের মাঠ থেকে রাজু হাঁসদা (৩১) নামে বুদবুদের লবণধার গ্রামের ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকার ভাগ নিয়ে বচসার জেরেই এই খুন। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানায়। নিহতের স্ত্রী কুলীন হাঁসদা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, পরিবারের লোক জনের থেকে জানা গিয়েছে, রাজু ‘ঝাড়ফুঁক’-এর ‘কাজ’ করতেন। নিহতের স্ত্রী কুলীন হাঁসদা জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর মানকরের কুচিডাঙার বাসিন্দা এক ব্যক্তি রাজুর সঙ্গে দেখা করতে লবণধারে বাড়িতে আসেন। সেখানে ওই ব্যক্তি জানান, রাজুকে তাঁর বাড়ি যেতে হবে। সেই মতো মঙ্গলবার রাজু তাঁরই এক আত্মীয়কে সঙ্গে নিয়ে কুচিডাঙা গ্রামে যান। সেখানে ‘ঝাড়ফুঁক’ও করা হয় বলে দাবি কুলীনদেবীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতেই রাজু, তাঁর আত্মীয় এবং আরও কয়েক জন মাঠে বসেই মদ্যপান করেন। অভিযোগ, সেই সময়েই রাজুর মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। এমনকি, মৃত্যু নিশ্চিত করতে রাজুর ফুলহাতা জামার ডান হাতের একাংশ কেটে তাঁর গলায় ফাঁস লাগানো হয়।