উষ্ণায়নের প্রভাবে বদলে যাওয়া আবহাওয়ার নানা টুকরোয় সাজানো ‘সায়েন্স এক্সপ্রেস’ এসে পৌঁছল কালনায়। বৃহস্পতিবার পূর্ব রেলের ডিআরএম ১৬ কামরার ওই ট্রেনটির উদ্বোধন করেন। বুধবার রাতে আলিপুরদুয়ার থেকে ট্রেনটি আসে কালনায়। রেল, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের উদ্যোগে ট্রেনের এক একটি কামরাকে এক একটি থিমে সাজানো হয়েছে। কোথাও দেখানো হয়েছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কীভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কোথাও টিভির পর্দায় দেখানো হচ্ছে কিভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি হচ্ছে,। কোথাও আবার মানুষের স্বাস্থ্যে এর কী প্রভাব পড়ছে তার তথ্য তুলে ধরা হয়েছে। এ দিন সকাল থেকে ট্রেনটি দেখতে ভিড় করে স্কুল পড়ুয়ারা। অম্বিকা কালনার স্টেশন ম্যানেজার অঞ্জন দাস জানান, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে। এখান থেকে ট্রেনটি যাবে ব্যারাকপুরে। থাকবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর দিল্লির সফদরজং স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। পরিবেশ সচেতনতা বাড়াতে দেশ জুড়ে ৬৪টি স্টেশনে প্রচার চালানো হবে। ৭ মে গুজরাটের গাঁধিনগর স্টেশনে শেষ হবে প্রচার।