Advertisement
০৬ মে ২০২৪

জয় নিয়ে সংশয় নেই, দাবি মমতাজের

সক্রিয় রাজনীতিতে এই প্রথম পা দিলেও জেতার ব্যাপারে তাঁর সংশয় নেই, দুর্গাপুরে দলের ভিড়িঙ্গি কার্যালয়ে এসে এমনটাই জানিয়ে গেলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ০৩:২৮
Share: Save:

সক্রিয় রাজনীতিতে এই প্রথম পা দিলেও জেতার ব্যাপারে তাঁর সংশয় নেই, দুর্গাপুরে দলের ভিড়িঙ্গি কার্যালয়ে এসে এমনটাই জানিয়ে গেলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।

শনিবার দলের দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এবং গলসি বিধানসভা এলাকার কর্মী-সমর্থকদের সঙ্গে পরিচিত হওয়ার পরে তিনি বলেন, “ভাল ব্যবধানে জিতব। কম ভোটে জিতলে তা আমার কাছে হারারই সামিল হবে।” তিনি আরও বলেন, “বর্ধমানের সঙ্গে যোগাযোগ কোনও দিনই আমার ছিন্ন হয়নি। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি ওখানে। আমার পরিবারের অনেকে বর্ধমানে কলেজে পড়েছেন। তাঁদের অনেকের থেকে এখানকার প্রতি টান আমার বেশি।” তিনি জানান, তাঁর পরিবার খিলাফত্‌ আন্দোলন, মুসলিম লিগ, স্বদেশি আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। লক্ষ ছিল একটাই, বঞ্চিত মানুষদের উন্নয়ন। তিনি বলেন, “চিকিত্‌সক হিসেবে মানুষের কাছে যাওয়ার সুযোগ পাই। এ বার তাঁদের ভাল করার আরও বড় সুযোগ পাব।” দলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “সবাই একজোট হয়ে আমাদের প্রার্থীকে জেতাতে হবে।” উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়, গলসি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী গৌরচন্দ্র মন্ডল প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mumtaj sanghamita tmc durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE