Advertisement
১৯ মে ২০২৪

পাম্পের গর্ত থেকে গ্যাস পূর্বস্থলীতে

সাবমার্সিবল পাম্প বসাতে প্রায় দেড়শো ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল। পাইপ বসানোর কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তার মধ্যেই আচমকা পাইপ থেকে ঝাঁঝাঁলো গ্যাস বেরোতে শুরু করে। বেশ কয়েক ঘণ্টা টানা গ্যাস বেরোনোয় আতঙ্ক ছড়ায় এলাকায়।

পাইপ থেকে বেরোচ্ছে গ্যাস। —নিজস্ব চিত্র।

পাইপ থেকে বেরোচ্ছে গ্যাস। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৪ ০৮:০৭
Share: Save:

সাবমার্সিবল পাম্প বসাতে প্রায় দেড়শো ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল। পাইপ বসানোর কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তার মধ্যেই আচমকা পাইপ থেকে ঝাঁঝাঁলো গ্যাস বেরোতে শুরু করে। বেশ কয়েক ঘণ্টা টানা গ্যাস বেরোনোয় আতঙ্ক ছড়ায় এলাকায়। রবিবার সকালে পূর্বস্থলী ২ ব্লকের হৃষি গ্রামের ঘটনা। গ্রামের এক যুবক পাইপের মুখে গ্যাস লাইটার জ্বালালে আগুনও ধরে যায় ওই গ্যাসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বিক্রম দাস নামে এক ব্যক্তি শ্যালো পাম্প বসাতে ওই গর্ত খুঁড়েছিলেন। পাইপ নামানোও হয়ে গিয়েছিল। এ দিন কয়েকজন মিস্ত্রী প্রাথমিক ভাবে ওই পাইপ দিয়ে জল না ওঠায় বালতি দিয়ে বেশ কিছুটা জল পাইপের মধ্যে ঢেলে দেয়। তারপরেই তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোতে শুরু করে। বাসিন্দাদের দাবি, মিস্ত্রীদের একজন ওই পাইপের মুখে লাইটার দিয়ে আগুন জ্বালাতেই ভেতরে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে প্রচণ্ড গতিতে বালি, কাদা, মাটি বেরোতে থাকে। আগুনও বেরোয়। এলাকার কৃষ্ণকমল দাস, পবিত্র দাসেরা জানান, সামনের একটি বাঁশ গাছ ও খেজুর গাছ পুরো কাদা-মাটিতে ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “ঘটনায় এলাকার অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। মাটির তলার গ্যাসটি কী ধরনের তা জানার জন্য একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্তাদের ফোন করা হয়েছিল। আজ, সোমবার তাদের একটি দল এলাকায় এসে বিষয়টি দেখবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gas purbasthali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE