Advertisement
১৭ এপ্রিল ২০২৪

বেহাল রাস্তায় বিপাকে কারখানা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে গড়ে ওঠা দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের বেহাল রাস্তা সংস্কারের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) ও পুরসভার কাছে বারবার দরবার করেও কোনও লাভ হয় নি বলে অভিযোগ করলেন স্থানীয় শিল্পদ্যোগীরা। তাঁদের আরও অভিযোগ এর জেরে মার খাচ্ছে শিল্প।

দিন কয়েক আগে এমনই হাল ছিল সগড়ডাঙা শিল্পতালুক সংলগ্ন রাস্তার। ফাইল চিত্র।

দিন কয়েক আগে এমনই হাল ছিল সগড়ডাঙা শিল্পতালুক সংলগ্ন রাস্তার। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৪ ০০:০১
Share: Save:

ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে গড়ে ওঠা দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের বেহাল রাস্তা সংস্কারের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) ও পুরসভার কাছে বারবার দরবার করেও কোনও লাভ হয় নি বলে অভিযোগ করলেন স্থানীয় শিল্পদ্যোগীরা। তাঁদের আরও অভিযোগ এর জেরে মার খাচ্ছে শিল্প।

দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় সাতের দশকে গড়ে ওঠে এই শিল্পতালুক। প্রায় একশো কারখানা রয়েছে সেখানে। শিল্প তালুকের চারটি মোড়েই টোল ট্যাক্স গ্রহণ কেন্দ্র রয়েছে। প্রতি দিনই গড়ে পাঁচশো ট্রাক যাতায়াত করে। পুরসভা টেন্ডার ডেকে নির্দিষ্ট সংস্থাকে টোল ট্যাক্স আদায়ের দায়িত্ব দিয়েছে। দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃপাল সিংহ জানান, ট্রাক পিছু ৬০ টাকা থেকে ৮০ টাকা টোল ট্যাক্স দিতে হয়। তাঁর অভিযোগ পুরসভা নিয়মিত কর নিলেও রাস্তা সারাইয়ের ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি। কৃপালবাবুর আশঙ্কা, “রাস্তা বেহাল হওয়ায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তবুও গাড়ি চালাতে হয়। এর ফলে গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হয়।”

এলাকার শিল্পোদ্যোগীরা জানান, রাস্তা বেহাল হওয়ার কারণে অনেক ট্রাকই শিল্পতালুকের ভিতরে ঢুকতে চায় না। তখন বেশি টাকা দিয়েই ট্রাক ঢোকাতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পোদ্যোগীর ক্ষোভ, “কোনও এলাকায় শিল্প বিস্তারের জন্য রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু পুরসভা ও এডিডিএ সম্ভবত সেটা মনে করে না।”

যদিও এডিডিএ-র দাবি, বহু বছর আগে তারাই এই রাস্তা তৈরি করে দিয়েছিল। তারপর রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় পুরসভাকে। কিন্তু পুরসভা কোনও দিনই রাস্তার পুরো সংস্কার করেনি। ফলে রাস্তার অবস্থা বেহাল রয়ে গিয়েছে। বছর পাঁচেক আগে পরিস্থিতি এমন হয় যে রাস্তা একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে শিল্পোদ্যোগীরা নিজেরা চাঁদা তুলে রাস্তা সংস্কার করেন। কিন্তু বর্তমানে তাও নষ্ট হয়ে গিয়েছে।

পুরসভার মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “শিল্প তালুকের বিস্তীর্ণ রাস্তা সংস্কার করার মত সঙ্গতি পুরসভার নেই। এডিডিএ সহযোগিতা করলে তবেই পুরো সংস্কার করা সম্ভব হবে।” এডিডিএ’র এক কর্তার দাবি, ওই রাস্তা সংস্কার করার দায় তাঁদের নয়। পুরসভার পক্ষ থেকে ওই রাস্তার টোল ট্যাক্স নেওয়া হয়। তাই রাস্তা সংস্কারের দায়িত্ব তাদেরই নেওয়া উচিত। তবে একই সঙ্গে তিনি জানান, বৃহত্তর স্বার্থের কথা ভেবে শিল্পতালুকের বেহাল রাস্তা সংস্কারের বিষয়টি ভেবে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

durgapur road repairing adda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE