Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাইথন বইমেলায় হল কবি সম্মেলন

দু’রাজ্যের কবিদের মিলনমেলার ছবি দেখল বইমেলা। সোমবার বিকেলে মাইথন বইমেলায় আয়োজিত হল কবি সম্মেলন। সেখানে যোগ দেন ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ, দু’রাজ্যের কবিরা। দামোদরের পাড়ে এ রাজ্যের দিকে মাইথন কর্মচারী সঙ্ঘ ময়দানে রবিবার ছ’দিনের এই মেলার উদ্বোধন করেন সাহিত্যক মানব চক্রবর্তী। মেলার থিম ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মৈত্রী। মেলার শুরুতে ছিল আদিবাসী নৃত্য। সোমবার কবি সম্মেলন হয়।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০০:৩৮
Share: Save:

দু’রাজ্যের কবিদের মিলনমেলার ছবি দেখল বইমেলা। সোমবার বিকেলে মাইথন বইমেলায় আয়োজিত হল কবি সম্মেলন। সেখানে যোগ দেন ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ, দু’রাজ্যের কবিরা।

দামোদরের পাড়ে এ রাজ্যের দিকে মাইথন কর্মচারী সঙ্ঘ ময়দানে রবিবার ছ’দিনের এই মেলার উদ্বোধন করেন সাহিত্যক মানব চক্রবর্তী। মেলার থিম ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মৈত্রী। মেলার শুরুতে ছিল আদিবাসী নৃত্য। সোমবার কবি সম্মেলন হয়। মঙ্গলবার নাটক, বুধবার কবিগানের আসর ও বৃহস্পতিবার শেষ দিনে স্থানীয় শিল্পীদের বিচিত্রানুষ্ঠান রয়েছে। মেলা এ বার তিন বছরে পড়ল। আয়োজক সংস্থা ‘মাইথন বুক লাভার্স গিল্ড’-এর সদস্য ইন্দ্রজিৎ সিংহ জানান, দু’রাজ্যের সীমানা এলাকা মাইথনে বাঙালিদের আধিক্য বেশি। কবি, লেখক ও লিটল ম্যাগাজিনের সদস্যদের দীর্ঘদিনের দাবিতেই এই মেলার পরিকল্পনা নেওয়া হয়। এখন প্রতি বছর দু’রাজ্যের লোক-সংস্কৃতির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, “মেলায় বই কেনার সঙ্গে এই ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা থাকায় মানুষের ঢল নামছে। বই বিক্রিতে খুশি মেলায় আসা প্রকাশকেরা।” একই বক্তব্য মাইথন সাহিত্য আসরের সদস্য পুলক রায়, অশোক মাহাতো, রূপনারায়ণপুরের বাসুদেব মণ্ডল, কুলটির নিতীশ চৌধুরীদের। লিট্ল ম্যাগাজিন বিক্রিতে খুশি দোমহানির ‘শিল্পভূমি’, ধানবাদের ‘সৃজনী’ ও রূপনারায়ণপুরের ‘আজকের যোধন’-এর সদস্যেরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maithon book fair raniganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE