শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় জিতল ডিসেরগড় ভগৎ সিংহ ক্লাব। চিনাকুড়ি মাঠে হওয়া খেলায় তারা ১-০ গোলে হারায় রাধানগর ইসি-কে। গোল করেন বরুণ বাউরি। খেলা পরিচালনায় ছিলেন বিশ্বনাথ হাজরা ও জগবন্ধু দাস।
শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় জিতল ডিসেরগড় ভগৎ সিংহ ক্লাব। চিনাকুড়ি মাঠে হওয়া খেলায় তারা ১-০ গোলে হারায় রাধানগর ইসি-কে।
শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় জিতল ডিসেরগড় ভগৎ সিংহ ক্লাব। চিনাকুড়ি মাঠে হওয়া খেলায় তারা ১-০ গোলে হারায় রাধানগর ইসি-কে। গোল করেন বরুণ বাউরি। খেলা পরিচালনায় ছিলেন বিশ্বনাথ হাজরা ও জগবন্ধু দাস।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy