ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারেরা (ইআরও) ভোটার যাচাইয়ের কাজ শুরু করার আগেই জেলায় জেলায় গিয়ে পর্যবেক্ষকেরা (ইলেক্টোরাল রোল অবজ়ারভার) করবেন ভোটার-তথ্যের যাচাই। কারণ, সূত্রের দাবি, শনিবার নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে জেলা প্রশাসনগুলি মূল দু’টি তথ্য দিয়েছে। এক, অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত এবং ডুপ্লিকেট (এএসডিডি)—এমন প্রায় লক্ষাধিক ফর্ম গ্রহণ করা হলেও সেগুলি ফেলে রাখা হয়েছে। এখনও করা হয়নি ডিজিটাইজ়। দুই, অনেক জায়গায় কমিশনের বিধি ভেঙে তথ্য ডিজিটাইজ় করার কাজ গিয়েছে বেসরকারি হাতে। তাতে বহু তথ্যের গরমিল ধরা পড়ছে। জেলাগুলির থেকে এই তথ্য পাওয়ার পরে কমিশন জেলাশাসকদের জানিয়ে দিয়েছে, এসআইআর-এ এতদিন ধরে হওয়ার কাজের পূর্ণাঙ্গ যাচাই করবেন পর্যবেক্ষকেরা। করতে পারবেন যে কোনও নমুনার যাচাই। এমনকি, কমিশনের হাতে থাকা মৃত ব্যক্তিদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন বিএলও-দের নথিবদ্ধ করা তথ্যও।
শুক্রবার রাতে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে কমিশন। তিনি গোটা রাজ্যের এসআইআর-কাজের গুণমান যাচাই করবেন। সঙ্গে ১২ জন আইএএস অফিসার পর্যবেক্ষক হিসাবে একই কাজ করবেন জেলায় জেলায় গিয়ে। সূত্রের খবর, এএসডিডি ফর্মগুলি এতদিন ধরে কেন ফেলে রাখা হয়েছিল, তোলা হয় সেই প্রশ্নও। অবিলম্বে সেইফর্মগুলি ডিজিটাইজ় করে কমিশনের পোর্টালে আপলোড করতে বলেছে কমিশন। এ দিন জেলাশাসকদের বলে দেওয়া হয়েছে, পর্যবেক্ষকেরা প্রয়োজনে জেলাশাসক, ইআরও,বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে কথা বলতে পারেন। অভিজ্ঞতা শুনতে পারেন সাধারণ ভোটারদের। এমনকি, রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামতও নিতে পারেন তাঁরা। সবের ভিত্তিতে ভোটার তালিকায় এখনও পর্যন্ত সংশোধনের যে কাজ হয়েছে, তা খতিয়ে দেখা হবে। এই পর্যায়ে বিশেষ নজর থাকবে অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত এবং ডুপ্লিকেট ভোটারদের উপর। সন্দেহজনক যে কোনও নমুনা পুনর্যাচাই হবে। কমিশন সূত্রের বক্তব্য, “ইআরও এবং জেলাশাসকদের বলে দেওয়া হয়েছে, একজনও যোগ্য ভোটার বাদ যাবেন না, অবৈধ একজন ভোটারও থাকবেন না তালিকায়।”
এ দিনের বৈঠকে জেলাশাসকদের ফের স্পষ্ট করে দেওয়া হয়েছে, বেসরকারি বা চুক্তিভিত্তিক কোনও ডেটা এন্ট্রি অপারেটরের কাজ মান্যতা পাবে না। তাই যে তথ্যের ভিত্তিতে ইআরও-রা যাচাইয়ের কাজ শুরু করবেন, সেই তথ্যগুলি খতিয়ে দেখা হবে। যে পর্যবেক্ষককে যেজেলার দায়িত্ব দেওয়া হয়েছে, প্রয়োজনে তিনি সেখানে থেকে যাবেন। ৪ ডিসেম্বর এসআইআরের প্রাথমিক পর্যায় শেষ হলে ইআরও-দের যাচাইয়ের দ্বিতীয় পর্ব শুরু হবে। একেকজন ইআরও-কে সামলাতে হবে অনেক ভোটারের দায়িত্ব।ফলে সময়ের মধ্যে ভোটারদের ভাগ করে কী ভাবে শুনানি-নথি যাচাই হবে, সেই রূপরেখা স্থির করতেও পর্যবেক্ষকদের সহযোগিতা পাবেন তাঁরা। শুনানি এবং তথ্য যাচাইয়ের গুণমানও যাতে কমিশনের বিধি মেনে হয়, তা নিশ্চিত করতেও পর্যবেক্ষকদের নজর থাকবে। জেলা পর্যবেক্ষকেরা নিয়মিত রিপোর্ট পাঠাবেন বিশেষ পর্যবেক্ষককে। তিনি তা সিইও এবং কমিশনকে জানাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)