প্রতি বছরের মতো এ বারেও শ্রীরামকৃষ্ণের ১৮৪তম জন্মমহোৎসব পালিত হল বেলুড় মঠে। রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রের খবর, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি যে দিনে পালিত হয়, তার পরের দিন থেকে ধরে তিন দিন বাদ দিয়ে প্রথম যে রবিবারটি পাওয়া যায়, সে দিনই পালিত হয় এই উৎসব।
গত ৮ মার্চ, শুক্রবার ছিল শ্রীরামকৃষ্ণের জন্মতিথি।
বেলুড় মঠ সূত্রের খবর, প্রতি বছর এই উৎসবে বাজি পোড়ানো হলেও এ বার পরিবেশগত কারণে তা বন্ধ রাখা হয়েছে। ভোর সাড়ে ৪টেয় শ্রীরামকৃষ্ণের মন্দিরে মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হয়। পরে মূল মন্দিরের পাশের অনুষ্ঠানস্থলে শ্রীরামকৃষ্ণের পুথি পাঠ, পদাবলী কীর্তন, কবিগান, কালীকীর্তন, যোগব্যায়াম প্রদর্শন-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল। সারা দিন ধরে চলেছে সেই অনুষ্ঠান। এই উৎসব উপলক্ষে সারা দিন খোলা ছিল বেলুড় মঠ। বসেছিল বিরাট মেলাও।