Advertisement
E-Paper

অমিতের রাজ্যেই ‘আক্রান্ত’ বাঙালি পরিযায়ী শ্রমিকেরা, অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূলের সামিরুল ইসলাম

গুজরাতে বাংলার পরিযায়ী শ্রমিকেরা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ তৃণমূল সাংসদ সামিরুলের। শাহকে লেখা চিঠিতে সামিরুল জানিয়েছেন, গোটা দেশ থেকে বাংলাতেও বহু শ্রমিক কাজ করতে আসেন। কিন্তু প্রাদেশিকতার বশে কাউকে বাংলায় কোনও আক্রমণের মুখে পড়তে হয় না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৯:২৯
Bengali migrant workers are being harassed in different states, TMC MP Samirul Islam writes to Amit Shah

(বাঁ দিকে) অমিত শাহ, সামিরুল ইসলাম (ডান দিকে)। —ফাইল চিত্র।

ওড়িশায় কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। শনিবার শাহকে একই বিষয়ে চিঠি লিখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। শুধু ওড়িশা নয়, সামিরুলের অভিযোগ, গুজরাতেও বাংলাভাষী শ্রমিকেরা নানা ভাবে আক্রান্ত হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন। ঘটনাচক্রে, গুজরাত শাহেরও রাজ্য। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।

সামিরুল তাঁর চিঠিতে মোট চারটি রাজ্যের কথা উল্লেখ করেছেন। সেই তালিকায় ওড়িশা এবং গুজরাতের সঙ্গে রয়েছে দিল্লি এবং মহারাষ্ট্র। চারটি রাজ্যই বিজেপি-শাসিত। সামিরুল শুধু সাংসদ নন, তিনি রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যানও। তাঁর অভিযোগ, ‘‘এই রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকেরা নানা ভাবে হেনস্থার শিকার হচ্ছেন। তাঁরা ভারতীয় নাগরিক। তাঁদের কাছে আধার কার্ড, ভোটার কার্ডের মতো পরিচয়পত্র রয়েছে। তার পরেও তাঁদের নানা ধরনের অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।’’

Bengali migrant workers are being harassed in different states, TMC MP Samirul Islam writes to Amit Shah

ছবি: সংগৃহীত।

গুজরাতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকও করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সামিরুল। শাহকে লেখা চিঠিতে সামিরুল মনে করিয়ে দিতে চেয়েছেন, গোটা দেশ থেকে বাংলাতেও বহু শ্রমিক কাজ করতে আসেন। কিন্তু প্রাদেশিকতার বশে কাউকে বাংলায় কোনও আক্রমণের মুখে পড়তে হয় না। শাহের কাছে তৃণমূল সাংসদের জিজ্ঞাসা, ‘‘মাতৃভাষায় কথায় বলাটাই কি বাংলার শ্রমিকদের অপরাধ?’’

সামগ্রিক ঘটনার কথা জানিয়ে শাহের হস্তক্ষেপ দাবি করেছেন সামিরুল। শাহের কাছে তিনটি দাবি জানিয়েছেন।

এক: সব রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

দুই: বাংলার পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে তাঁদের নথি যেন যাচাই করা হয়।

তিন: বাংলার শ্রমিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে বাংলার সরকারের সঙ্গে যেন সমন্বয় রাখা হয়।

Migrant Workers Samirul Islam Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy