এক বেলার জন্য বাজারের কিছু দোকানপাট খুলল। কিন্তু দমবন্ধ করা, থমথমে ভাবটা কাটল না।
রবিবার আর নতুন করে অশান্ত হয়নি ভাটপাড়া-কাঁকিনাড়া। কিন্তু রাস্তাঘাটে লোকজন কমই ছিল। চলেনি বাসও। সূর্য ডুবতেই দোকানপাটেরও ঝাঁপ বন্ধ হয়। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা দুপুরে ঘোষপাড়া রোড এবং কিছু গলিতে টহল দেন। সাধারণ মানুষ এবং মোড়ে মোড়ে পাহারায় থাকা পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বাইরে থেকে আসা কাউকে দেখলেই তল্লাশির নির্দেশ দেন পুলিশ কমিশনার।
রবিবার বাইরের নেতা-মন্ত্রীরা এ তল্লাটে আসেননি। এলাকাবাসীও আর ভিআইপি-দের ভিড় চাইছেন না। তাঁরা শান্তি চান। এলাকার সাংসদ অর্জুন সিংহ সকালে জনপ্রতিনিধিদের নিয়ে কাঁকিনাড়া বাজারে ঘুরে ব্যবসায়ীদের দোকান খোলার আবেদন জানান। পুলিশও ব্যবসায়ীদের অভয় দেয়। তার পরেই কিছু দোকানপাট খোলে। তবে, নতুন করে অশান্তি হলে কী হবে, তা নিয়ে ধন্দে ব্যবসায়ীরা। সরাসরি সাংসদকেই তাঁরা সে প্রশ্ন করেন। অর্জুন বলেন, “আমরা আছি, পুলিশও দেখছে। প্রয়োজনে আপনারা একজোট হয়ে থাকুন। যাতে বাইরের কেউ এসে অশান্তি পাকাতে না-পারে।”