সরকারি খরচ ও প্রশাসনের সহযোগিতায় এ বার শান্তিনিকেতনে বসন্ত উৎসব হওয়ার কথা ছিল। প্রস্তুতি-পর্ব চূড়ান্ত হওয়ার পরে করোনা-আতঙ্কে উৎসব বাতিল হয়ে যাওয়ায় এখন প্রশ্ন উঠছে, এতে সরকারি কত টাকার ক্ষতি হল। আর, উৎসব সফল করার দায়িত্ব যাঁদের কাঁধে ছিল, তাঁদের প্রাপ্য টাকাই বা কী ভাবে, কতটা মেটানো হবে সেই অঙ্ক।
করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বভারতীতে বসন্ত উৎসব বাতিল হওয়ার পরে হতাশা গ্রাস করেছিল সকলকে। সেই তালিকায় ছিলেন আগত পর্যটক, স্থানীয় ব্যবসায়ী থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক কর্মীরা। এর পাশাপাশি টাকা কবে, কতটা মিলবে সেই চিন্তাও করতে হচ্ছে মণ্ডপ তৈরি, আলো, শব্দের ব্যবস্থাপনা, সরাসরি সম্প্রচার সহ বিভিন্ন কাজের দায়িত্বপ্রাপ্তদের।
জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলছেন, ‘‘কত টাকার ক্ষতি বা যাঁরা কাজ করেছেন, তাঁদের টাকা কী ভাবে দেওয়া হবে বিশদে সেটা শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ বলতে পারবে।’’ এসএসডিএ-র আধিকারিকরা এই বিষয়ে কিছু বলতে চাননি। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্যদের চেয়ারম্যান তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলছেন, ‘‘বাজেট কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। কত টাকার ক্ষতি হল, সেটা এখনই বলা সম্ভব নয়। তবে কাজ যাঁরা করেছেন, তাঁদের তো টাকা দিতে হবে। তার হিসেব চলছে।’’