Advertisement
০৩ মে ২০২৪

বাংলায় ভোটের প্রস্তুতিতে দিল্লিতে বৈঠক বিজেপি-র

পশ্চিমবঙ্গ, অসম, কেরল এবং তামিলনাড়ুতে বিজেপি-র ভবিষ্যৎ ঠিক করার জন্য বিহারের বিধানসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই ফল বেরোবে রবিবার। কিন্তু তার দু’দিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ০০:১৮
Share: Save:

পশ্চিমবঙ্গ, অসম, কেরল এবং তামিলনাড়ুতে বিজেপি-র ভবিষ্যৎ ঠিক করার জন্য বিহারের বিধানসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই ফল বেরোবে রবিবার। কিন্তু তার দু’দিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি।

কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পশ্চিমবঙ্গ বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আজ নিজের দিল্লির বাড়িতে দলের রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করেন। সেখানে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ-সহ অন্যান্য পদাধিকারী, সহ পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ, মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, শিবপ্রকাশ প্রমুখ ছিলেন। বিজেপি-তে রাহুল-বিরোধী শিবিরের আশা ছিল, এ দিনের বৈঠকেই রাহুলবাবুকে রাজ্য সভাপতি পদ থেকে সরানোর সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু সে বিষয়ে ওই বৈঠকে কোনও আলোচনা হয়নি। দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘সভাপতি-সহ রাজ্য নেতৃত্বে রদবদল করা হবে কি না, তা নিয়ে বিহারের ভোটের ফলের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের বৈঠক ডাকা হয়েছিল বিহার-পর্ব সাঙ্গ হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রস্তুতি পুরোদমে শুরু করে দেওয়ার জন্য।’’

বিজেপি সূত্রের খবর, এ দিনের বৈঠকে রাজ্যে দলের সংগঠনকে মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। বুথ কমিটি, ব্লক কমিটি গড়ে সেখানে সম্মেলন শুরু করা এবং বিধানসভা নির্বাচনে তোলার উপযোগী বিষয় বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি-র একটি প্রতিনিধি দল শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান নিয়ে আলোচনা করবে। উদ্বাস্তুদের সমস্যা-সহ বিভিন্ন বাছাই করা বিষয়ে জেলায় জেলায় আন্দোলন হবে। বৈঠকে আরও ঠিক হয়েছে, জানুয়ারি মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ভোটের প্রচার শুরু করবেন। আর বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৭টি সভা করবেন এ রাজ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp meeting delhi vote preparation bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE