Advertisement
২৩ এপ্রিল ২০২৪

পূজালির বিজেপি কাউন্সিলর তৃণমূলে

পূজালি পুরসভার ৩ এবং ৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিল বিজেপি। জয়ের দু’দিনের মধ্যেই ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর রুম্পা ঘড়ুই চলে গেলেন তৃণমূলে। ওই পুরসভার তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান ফজলুল হক এ দিন ছোট বটতলায় দলীয় কার্যালয়ে রুম্পার হাতে দলের পতাকা তুলে দেন।

বদল: তৃণমূলে যোগ পূজালির বিজেপি কাউন্সিলর রূপা ঘড়ুইয়ের। নিজস্ব চিত্র

বদল: তৃণমূলে যোগ পূজালির বিজেপি কাউন্সিলর রূপা ঘড়ুইয়ের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৩:১৫
Share: Save:

পূজালি পুরসভার ৩ এবং ৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিল বিজেপি। জয়ের দু’দিনের মধ্যেই ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর রুম্পা ঘড়ুই চলে গেলেন তৃণমূলে। ওই পুরসভার তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান ফজলুল হক এ দিন ছোট বটতলায় দলীয় কার্যালয়ে রুম্পার হাতে দলের পতাকা তুলে দেন। পূজালি, ডোমকল, রায়গঞ্জ-সহ সাত পুরসভার ভোটের ফল বেরোয় বুধবার। রুম্পা এবং আর এক কাউন্সিলর চিন্ময় বারুই বৃহস্পতিবার বিজেপি-র রাজ্য দফতরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে দাবি করেন, শত প্রলোভনেও দল ছাড়বেন না তাঁরা। এর ২৪ ঘণ্টার মধ্যেই দল বদল করলেন রুম্পা।

বিজেপি-র দক্ষিণ ২৪ পরগনা (পশ্চিম)-এর সভাপতি অভিজিৎ দাস বলেন, ‘‘ওই প্রার্থীর ঘনিষ্ঠ কর্মীদের ইভিএম ভাঙার মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। মানসিক চাপ সৃষ্টি করে ওই প্রার্থীকে জোর করে যোগ দেওয়ানো হয়েছে।’’ বিজেপির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাশগুপ্ত। তিনি বলেন, ‘‘ওই প্রার্থী স্বেচ্ছায় যোগ দিয়েছেন। কোনও রকম চাপ সৃষ্টি করা হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Pujali councillor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE