ভাটপাড়া পুরসভার দখল নিল বিজেপি। কয়েক দিন আগেই এই পুরসভার অধিকাংশ কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, ওই ভাটপাড়া হারাতে চলেছে তৃণমূল। মঙ্গলবার বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়ে সরকারি ভাবে বোর্ডের দখল নিল বিজেপি। পুরপ্রধান নির্বাচিত হলেন অর্জুন সিংহের ভাইপো সৌরভ সিংহ।
নির্বাচনের আগে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ভাটপাড়া পুরসভা ঘিরে শুরু হয়ে গিয়েছিল অচলাবস্থা। বিজেপিতে যোগ দেওয়ার আগে পুরপ্রধান ছিলেন অর্জুন সিংহ নিজেই। তিনি দলত্যাগ করার পরই তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন তৃণমূলের ১১ জন কাউন্সিলর।
ওই সময়ে অর্জুনের অনুগামীরা তৃণমূল পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনলেও তৃণমূল কংগ্রেস তখনকার মতো পরিস্থিতি সামাল দিতে সমর্থ হয়। কিন্তু অর্জুন সিংহ পদত্যাগ করার পর, তৃণমূল কংগ্রেসের নতুন বোর্ড কোনও পুরপ্রধান নির্বাচিত না করে কাউন্সিলর সোমনাথ তালুকদারকে অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব দেয়।