Advertisement
E-Paper

চাকরিহারা শিক্ষাকর্মীদের পাশে শুভেন্দু, সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে আইনি সাহায্যের আশ্বাস বিরোধী দলনেতার

আদালতের নির্দেশে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে অসংখ্য পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছে। শুভেন্দুর এই উদ্যোগে চাকরিহারাদের একাংশ সাময়িক ভরসা পেলেও, সমস্যার স্থায়ী সমাধান এখনও অন্ধকারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫
BJP leader Suvendu Adhikari stands by unemployed education workers, advises them to go to the Supreme Court

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারানো শিক্ষাকর্মীরা এ বার আর্জি নিয়ে পৌঁছোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দরবারে । মঙ্গলবার বিধানসভার অধিবেশনের মধ্যাহ্নভোজ বিরতির সময় পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করে। তাঁরা জানান, চাকরি বাতিল হওয়ায় গত ছয় মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না, চরম আর্থিক সঙ্কটে পড়তে হয়েছে পরিবারকে। বিরোধী দলনেতার ঘরেই তাঁরা নিজেদের অভিযোগ ও দাবিদাওয়া পেশ করেন। বিষয়টি শোনার পর শুভেন্দু তাঁদের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, প্রয়োজনে বিজেপি বিধায়কেরা নিজেদের বেতন থেকে অর্থসাহায্য করবেন যাতে আইনি লড়াই চালাতে সুবিধা হয়। তাঁর কথায়, “আপনাদের পাশে আমরা থাকব। প্রয়োজনে বিজেপি বিধায়কদের বেতন থেকে চাঁদা দিয়েই আপনাদের আইনজীবীর খরচ মেটানো হবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষাকর্মীদের প্রতি কোনও সহানুভূতি দেখাচ্ছেন না বলেই অভিযোগ করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী বরং নতুন করে চাকরির পরীক্ষা আয়োজন করে ফের দুর্নীতির জাল বিস্তার করতে চাইবেন। শুভেন্দুর কথায়, “জীবনকৃষ্ণ সাহা বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষদের দিয়ে আবার টাকা রোজগারের চেষ্টা করবে তৃণমূল।” প্রসঙ্গত, আদালতের নির্দেশে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে অসংখ্য পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছেন। শুভেন্দুর এই উদ্যোগে চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ সাময়িক ভরসা পেলেও, সমস্যার স্থায়ী সমাধান এখনও অন্ধকারে।

Suvendu Adhikari Education Worker Recruitment Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy