Advertisement
২৮ মে ২০২৪

দিলীপের কেন্দ্র থেকে তৃণমূলে যোগ

তাঁর এলাকার কেউ এ দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেননি বলে দিলীপবাবু দাবি করেছেন

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৫
Share: Save:

খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিধানসভা কেন্দ্র থেকে একদল বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। যোগ দিয়েছেন সেখানকারই কয়েক জন সিপিএম এবং কংগ্রেস কর্মী।

শুক্রবার তৃণমূল ভবনে ওই কর্মীদের আনু্ষ্ঠানিক যোগদানের পরে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ বেশিরভাগ সময়েই অসংলগ্ন কথাবার্তা বলতে অভ্যস্ত। ওঁর এলাকার মানুষই আমাদের দলে চলে এলেন। আর যাতে উনি বিধানসভায় ফিরে আসতে না পারেন, সে জন্যই এই মানুষগুলি তৃণমূলে চলে এলেন।’’

যদিও তাঁর এলাকার কেউ এ দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেননি বলে দিলীপবাবু দাবি করেছেন। তাঁর কথায়, ‘‘ওঁরা কেউ বিজেপি করতেন না। আমি চ্যালেঞ্জ করছি, বিজেপির দু’জনকে তৃণমূলে নিয়ে দেখান! আমি এক মাসের মধ্যে ওদের ২০০ জনকে বিজেপিতে যোগদান করিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE