রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বলেছেন, আসানসোলের সাংসদ পদও ছেড়ে দেবেন। শনিবার নেটমাধ্যমে সেই ঘোষণার পরে ৪৮ ঘণ্টা কাটতে চললেও কোনও পদক্ষেপই করেননি বাবুল। এরই মধ্যে বিজেপি সূত্রে খবর, বাবুলের অভিমান ভাঙাতে সোমবার সন্ধ্যায় দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠকে বসতে পারেন বাবুল। একটি সূত্রের দাবি, সেখানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেরুয়া শিবিরের অনেকেই বলছেন, ইতিমধ্যেই নড্ডা ও শাহর সঙ্গে বাবুলের টেলিফোনে কথা হয়েছে। সোমবারের বৈঠকে বাবুলকে বিজেপি-তে রাখার উদ্যোগ নেওয়া হতে পারে। প্রাক্তন মন্ত্রীকে দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও।