Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Babul Supriyo

বাবুলকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ বিজেপি-র, আগেই সাংসদ পদ না ছাড়া নিয়ে প্রশ্ন পদ্মের

বাবুলের দলত্যাগের সম্ভাবনা কি আঁচ করতে পেরেছিল বিজেপি? শমীক বলেন, ‘‘দল সকলের উপরে ভরসা রাখে, বিশ্বাস করে।’’

তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।

তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫১
Share: Save:

শনিবার দুপুরে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। আর বিকেলেই রাজ্য বিজেপি বলল, বাবুল বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। একই সঙ্গে রাজ্য বিজেপি-র প্রশ্ন, আগেই সাংসদ পদ ছেড়ে দলবদল করলেন না কেন?

বাবুল দলবদল করার পরে পরেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি কিছু বলব না। যা বলার দিল্লি বলবে। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে বলবেন।’’ সেই মতো বিকেলে শমীক বলেন, ‘‘বাবুল কেন গিয়েছেন বলতে পারব না। তবে তিনি বিশ্বাসঘাতকতা ও তঞ্চকতা করেছেন। তবে এটাও ঠিক যে, আগামী দিনে আসানসোলে উপনির্বাচন হলে বিজেপি-র প্রার্থীই জিতবেন ওই কেন্দ্র থেকে।’’

বাবুলের দলত্যাগের সম্ভাবনা কি আঁচ করতে পেরেছিল বিজেপি? এমন প্রশ্নের জবাবে শমীক বলেন, ‘‘দল সকলের উপরে ভরসা রাখে, বিশ্বাস করে। কাউকে নিয়ে সন্দেহ করা দলের কাজ নয়।’’ এ বার কি গায়ক, অভিনেতাদের মধ্য থেকে আসা মানুষদের বাবুলের মতো ভোটে জিতিয়ে মন্ত্রী করবে? শমীক বলেন, ‘‘সমাজের সব স্তর থেকেই মানুষ আসবেন। তাঁদের সব সময় স্বাগত।’’

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-সহ বিভিন্ন দল থেকে অনেকেই বিজেপি-তে এসেছিলেন। সেই সময়ে তাঁদের স্বাগত জানালেও বাবুলের দলবদলে নিন্দা কেন? এই প্রশ্নের উত্তরে শমীক বলেন, ‘‘বাবুল স্বেচ্ছায় বিজেপি-তে এসেছিলেন। বিজেপি কাউকেই জোর করে দলে আনেনি। কাউকে ভাঙিয়েও আনেনি। অনেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হবে বুঝতে পেরে এসেছিলেন। আমরা কাউকে ভাঙিয়ে আনিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE