বিক্ষোভ চলাকালীন শিখ ধর্মাবলম্বীদের অপমান করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং কয়েকটি ধর্মীয় সংগঠন। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে সুকান্ত মঙ্গলবার এক্স হ্যান্ড্লে লিখেছেন, ‘অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনও শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি বিনম্র ভাবে তাঁদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’ ঘটনা হল, মহেশতলা-কাণ্ডের প্রতিবাদের অংশ হিসেবে গত বৃহস্পতিবার তুলসী গাছ নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল বিজেপির। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে সুকান্তদের। সুকান্ত পুলিশের উদ্দেশে হাওয়াই চটি দেওয়া একটি ছবি ছোড়েন বলে অভিযোগ। কিন্তু সুকান্তেরই নিরাপত্তায় থাকা এক আধিকারিকের পাগড়িতে গিয়ে লাগে সেই চটি-ছবি। এই নিয়েই বিতর্ক বেধেছিল। সুকান্তের দুঃখপ্রকাশের পরে তাঁকে ধন্যবাদ জানিয়ে শিখদের একটি সংগঠন পাল্টা বলেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রচার করতে চাইছে তৃণমূল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)