অধিকারীদের গড়ে অমিত শাহের সভা! তবে ২৪ ঘণ্টা আগেও সেই সভার অনুমতি মিলল না।
মঙ্গলবার বেলা একটায় কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে বিজেপি সভাপতির জনসভা হওয়ার কথা। সেই কর্মসূচির অনুমোদন নিয়েই সোমবার দিনভর স্থানীয় প্রশাসন ও গেরুয়া শিবিরের টানাপড়েন চলে। সন্ধ্যা পর্যন্ত সভাস্থল এবং হেলিপ্যাডের জন্য প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ভি সলোমান নেসাকুমার বলেন, ‘‘সভাস্থলের জমি ব্যক্তি মালিকানাধীন। মালিকদের কয়েকজন বিজেপিকে সভার জন্য জমি দিতে রাজি নন। তাই জনসভার অনুমোদন দেওয়া হয়নি।’’ জানা গিয়েছে, ১৯ জন জমির মালিক আপত্তি তুলেছেন।
গত সপ্তাহে অমিত শাহের মালদহের সভাতেও মাঠ পাওয়া নিয়ে টানাপড়েন চলেছিল। পরে অসুস্থতার জন্য ঝাড়গ্রাম ও সিউড়িতে যেতে পারেননি অমিত। ওই দুই জায়গায় সভা করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দুই জায়গাতেই জটিলতা বেধেছিল হেলিপ্যাডের অনুমতি নিয়ে। আর কাঁথিতে সভাস্থল ও হেলিপ্যাড— জোড়া জট তৈরি হয়েছে।