ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপি-র সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের। ক্ষমতায় এলে পুলিশকর্মীদের পেনশন আটকে দেওয়ার হুমকি দিলেন এ বার তিনি। বৃহস্পতিবার বীরভূমে দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজু। সেখানেই এমনই বেলাগাম মন্তব্য করেন রাঢ়বঙ্গের পর্যবেক্ষক।
সাঁইথিয়ার কর্মসূচিতে যোগ দিয়ে রাজু প্রকাশ্যে পুলিশকে হুমকি দেন। ছন্দ মিলিয়ে বলেন, ‘‘যে সব পুলিশকর্মী আমাদের কর্মীদের টেনশন দিচ্ছেন, তাঁরা ভবিষ্যতে সাসপেনশন এবং পেনশন আটকে যাওয়ার অপেক্ষায় থাকুন। আমরা একুশে বদল করব এবং বদলাও হবে।’’
রাজুর এমন বিতর্কিত মন্তব্য নতুন নয়। গত বছর জুন মাসে ডুয়ার্সের ওদলাবাড়িতে পুলিশকে জুতো চাটানোর হুমকি দেন রাজু। সেবারও জলঘোলা হয়েছিল বিস্তর।