Advertisement
E-Paper

উত্তর জুড়ে অবরোধ বিজেপির

শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে রাস্তায় নেমেছিলেন বিজেপি কর্মীরা। মিছিল থেকে হামলার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধেও।

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০২:৪০

দার্জিলিংয়ে দলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বৃহস্পতিবার মোর্চা কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তাঁর সঙ্গীরা। উঠেছে মারধরের অভিযোগও। ওই ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে রাস্তায় নেমেছিলেন বিজেপি কর্মীরা। মিছিল থেকে হামলার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধেও।

হামলার নালিশ

প্রতিবাদ মিছিলের সময়ে তৃণমূলের হোর্ডিং, ব্যানার তছনছ করার অভিযোগ উঠল বিজেপির কোচবিহার শাখার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের ঘটনা। থানায় অভিযোগ হয়েছে। যদিও পোস্টার, হোর্ডিং ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার তৃণমূল যুব কংগ্রেস ধিক্কার মিছিল করে। শুক্রবারও বিজেপি তুফানগঞ্জ, মাথাভাঙা, পুণ্ডিবাড়ি-সহ জেলার বেশ কিছু এলাকায় মিছিল করেছে।

পথ অবরোধ

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে জলপাইগুড়ির শালবাড়িতে রাস্তা অবরোধ করল বিজেপি। ডুয়ার্সের বীরপাড়াতেও বিক্ষোভ মিছিল হয়েছে। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে কিছুক্ষণ পথ অবরোধ করেছে বিজেপি। ভিডিও ফুটেজ দেখে পথ অবরোধ করার জন্য আইনি পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অবরোধ থানাও

রায়গঞ্জের মহাত্মা গাঁধী রোড থেকে থানা পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিলের জেরে যান চলাচল বিঘ্ন ঘটল রায়গঞ্জ শহরে। থানায় ঢোকার দু’টি গেটও অবরোধ করা হয়েছিল। ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ। পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করার কথা ঘোষণা করেই নিঃশর্ত মুক্তিও দিয়ে দেয়। ইসলামপুরে জাতীয় সড়কেও বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। যার জেরে সেখানে কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল।

যানজট ভোগান্তি

প্রতিবাদ মিছিলের সঙ্গে রাস্তা অবরোধ হল মালদহেও। শুক্রবার বেলা ৩টে নাগাদ শহরের ইংরেজবাজারের রথবাড়িতে পথ অবরোধ করে বিজেপি। প্রায় ৩০ মিনিট ধরে চলে অবরোধ। যানজটে জেরবার হন বাসিন্দারা। পাশাপাশি জেলার ১৫টি ব্লকে ধিক্কার মিছিল করা হয়েছে।

ব্যর্থ অবরোধ

দক্ষিণ দিনাজপুরেও পথ অবরোধ করেছে বিজেপি। তপন এবং বুনিয়াদপুরে পথ অবরোধের পর বালুরঘাটের প্রশাসনিক ভবনের সামনে দিলীপ ঘোষের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। অবরোধের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় বলে দাবি পুলিশের।

BJP Dilip Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy