কয়েক দিন ধরে বুক ফুলিয়ে প্রকাশ্যে স্টল চালাচ্ছিলেন কল্যাণী থানার শহিদপল্লির বাজি কারবারিরা। শনিবার সেই সংবাদ প্রকাশ্যে আসতেই বাজি বিক্রির কায়দায় বদল চলে এল! বিক্রি অবশ্য বন্ধ হয়নি।
শনিবার বিকেলে শহিদপল্লিতে অস্থায়ী বাজির স্টলগুলি ছিল ফাঁকা। তবে বাজি কারবারিরা বসে ছিলেন। সম্ভাব্য খরিদ্দার দেখলেই ডেকেছেন “দাদা, বাজি লাগবে নাকি? আলোর বাজির অনেক ভ্যারাইটি রয়েছে।” শব্দবাজি মিলবে কি? দোকানদার গলা নামিয়ে জানান, সে সব বাড়ির গুদামে রয়েছে।
দোকানদারের পাশে বসা এক যুবক বললেন, “চলুন আমার সঙ্গে।” তাঁর সঙ্গে গুদামে যাওয়ার পথে তিনি বলেন, “প্রায় তিন দশক ধরে এখানে বাজির কারবার চলছে। এ বারই প্রথম এত কড়াকড়ি। তবে বিক্রি থেমে নেই।” পুলিশ কিছু বলছে না? আর এক বাজির কারবারির দাবি, “পুলিশ জানিয়ে দিয়েছে যেন প্রকাশ্যে রাস্তার ধারে আমরা বাজি না বেচি।”