Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Oxygen

২৪ ঘণ্টা চালু অক্সিজেন ও অ্যাম্বুল্যান্স পরিষেবা, নতুন উদ্যোগ বোলপুর পুরসভার

এই কাজের জন্য বোলপুর পুরসভার কর্মীদের নিয়োগ করা হয়েছে। লিফলেট বানিয়ে প্রচারও করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক।

সাংবাদিক বৈঠকে বোলপুর পুরসভার প্রশাসক পর্ণা ঘোষ।

সাংবাদিক বৈঠকে বোলপুর পুরসভার প্রশাসক পর্ণা ঘোষ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৬:৪৭
Share: Save:

করোনা আবহে ও লকডাউনের মধ্যে যাতে কারও অক্সিজেন ও অ্যাম্বুল্যান্সের সমস্যা না হয় তার জন্য নতুন উদ্যোগ নিল বোলপুর পুরসভা। ২৪ ঘণ্টা অক্সিজেন ও অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু রাখা হবে বলেই জানানো হয়েছে পুরসভার তরফে।

রবিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান বোলপুর পুরসভার প্রশাসক পর্ণা ঘোষ। তিনি বলেন, ‘‘নবান্নের নির্দেশিকা যাতে মানা হয়, সে দিকে নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে অতিমারির ভয়ঙ্কর পরিস্থিতিতে বোলপুর পুরসভার বাসিন্দাদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পুরসভার তরফ থেকে ২৪ ঘণ্টার জন্য অ্যাম্বুল্যান্স ও অক্সিজেন পরিষেবা দেওয়ার কথা ভাবা হয়েছে। আজ থেকে এই পরিষেবা শুরু হয়েছে। এর জন্য পুরসভার কর্মীদের নিয়োগ করা হয়েছে।’’

বোলপুর পুরসভার বাসিন্দারা যাতে এই পরিষেবা পেতে পারেন, তার জন্য যোগাযোগ করার নম্বরগুলিও প্রকাশ করা হয় বৈঠকের মধ্য দিয়ে। এ ছাড়া শহরের বাসিন্দাদের কাছে সমস্ত তথ্য যাতে পৌঁছে যায়, তার জন্য লিফলেট বানিয়ে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছেন পর্ণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ambulance Oxygen Bolpur Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE