কিছু দিন আগে হাসপাতাল থেকে রাজভবনে ফিরেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরই মধ্যে বাংলায় রাজ্যপাল বদল হবে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। এর মধ্যেই রাজ্যপাল বোসের ‘সক্রিয়তা’র বার্তা দেওয়া হল রাজভবনের তরফে। পরিস্থিতির নিরিখে যাকে ইঙ্গিতপূর্ণ বলেই ধরা হচ্ছে।
অশান্তির ঘটনার প্রেক্ষিতে মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে কেন্দ্রকে রিপোর্ট দেওয়ার পরে গত ২১ এপ্রিল আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল। দ্রুত তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে হৃদযন্ত্রে সমস্যার কারণে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রাজ্যপালের অস্ত্রোপচারও হয়েছিল। সেখানেই বেশ কিছু দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরে গত সপ্তাহে রাজভবনে ফিরেছেন বোস। আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, আগের থেকে অনেকটাই ভাল।
এর মধ্যেই রাজভবন থেকে জানানো হয়েছে, রাজ্যপাল তাঁর যে নির্দিষ্ট সাংবিধানিক দায়িত্ব, তার থেকে কখনই বিরাম নেননি। এমনকি, হাসপাতালে থাকাকালীনও রাজ্যের পাঠানো অন্তত পাঁচটি বিলে সই করেছেন। হাসপাতাল থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডি-র একটি মামলায় বিচার শুরু করার জন্য প্রয়োজনীয় অনুমোদনও দিয়েছিলেন। এ ছাড়া, রাজ্যে দু’জন তথ্য কমিশনার নিয়োগে ছাড়পত্র দিয়েছেন হাসপাতালে বসেই। হাসপাতাল থেকে ফেরার পরেও রাজভবনের বিভিন্ন কাজ নিয়মিতই করছেন বোস। এই সময়-পর্বে মালায়লম, ইংরেজি-সহ বিভিন্ন ভাষায় নিজের পাঁচটি বইয়ের কাজ রাজ্যপাল শেষ করেছেন বলে রাজভবন জানিয়েছে।
রাজভবনের তরফে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে চিকিৎসকদের বিধিনিষেধ থাকায় আপাতত কয়েক দিন কোনও দূরপাল্লার সফরে না-ও যেতে পারেন বোস। তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে ‘আমনে সামনে’ নামে যে পরিকল্পনা নিয়েছিলেন বোস, তা-ও ফের চালু হয়েছে। যদিও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধের জন্য বোসের সঙ্গে যাঁরা দেখা করতে আসবেন, তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)