Advertisement
২০ এপ্রিল ২০২৪
Buddhadeb Bhattacharjee

বুদ্ধবাবুর চিকিৎসা এ বার হবে বাড়িতেই

এ দিনেও বিছানায় উঠে বসেন বুদ্ধবাবু। তাঁর বুকে ফিজিয়োথেরাপিও হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৪:০৮
Share: Save:

বাইপ্যাপ, নেবুলাইজ়ার-সহ চিকিৎসার ছোট পরিকাঠামো রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। তাই এ বার বাড়ির পরিবেশেই তাঁর চিকিৎসা চলতে পারে বলে সোমবার জানান দক্ষিণ কলকাতার হাসপাতালে বুদ্ধবাবুর অন্যতম চিকিৎসক

সৌতিক পাণ্ডা। ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসক তথা মেডিক্যাল বোর্ডের সদস্য সৌতিকবাবু বলেন, ‘‘বাড়িতে চিকিৎসার আয়োজন আছে বলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মঙ্গলবার (আজ) হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’’

চিকিৎসকেরা জানান, হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়িতে বুদ্ধবাবুর বাইপ্যাপ, নেবুলাইজ়ার চলবে। তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। রবিবার রাতেও ভালই ঘুম হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এ দিনেও দুপুরে-রাতে খিচুড়ি খেয়েছেন তিনি। জলখাবারে খেয়েছেন আতা, বিকেলে লিকার চা। টিভি দেখতে চান না। কোথায় কী ঘটছে, তাতে নজর রাখতে সংবাদপত্রই পছন্দ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পরে শনিবার তিনি নিজেই সংবাদপত্র চেয়ে চোখ বুলিয়েছিলেন। এ দিন তাঁকে সংবাদপত্রের শিরোনাম পড়ে শোনান তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী তপনবাবু।

এ দিনেও বিছানায় উঠে বসেন বুদ্ধবাবু। তাঁর বুকে ফিজিয়োথেরাপিও হয়েছে। চিকিৎসকেরা জানান, কিছু সময় অন্তর তাঁকে বাইপ্যাপ দেওয়া হচ্ছে। সকালে শেষ হয়েছে পাঁচ দিনের আইভি অ্যান্টিবায়োটিকের কোর্স। অন্যান্য ওষুধ ও স্টেরয়েড মুখ দিয়েই খাচ্ছেন বুদ্ধবাবু। চিকিৎসকেরা এ দিন তাঁকে মুখে খাবার খাওয়ার উপরে জোর দিতে অনুরোধ করেন। তাতে তিনি রাজি হয়েছেন। আজ তাঁর রাইলস টিউব খোলা হতে পারে।

প্রবল শ্বাসকষ্ট নিয়ে ৯ ডিসেম্বর দুপুরে হাসপাতালে ভর্তি হন বুদ্ধবাবু। সেই সময় চিকিৎসার প্রয়োজনে তাঁর শরীরে যে-‘আর্টেরিয়াল লাইন’ ও ‘সেন্ট্রাল লাইন’ করা হয়েছিল, সেগুলি এ দিন সন্ধ্যায় খুলে দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য গড়া মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য, হৃদ্‌রোগ চিকিৎসক সরোজ মণ্ডল বলেন, ‘‘ওঁর হার্ট পাম্প স্বাভাবিক। হৃদ্‌যন্ত্রে জটিল কোনও সমস্যা নেই। নাড়ির গতি, রক্তচাপও স্থিতিশীল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Buddhadeb Bhattacharjee CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE