Advertisement
০১ মে ২০২৪
Barik Biswas

কয়লা-কাণ্ডে অভিযুক্ত বারিকের জামিনের আর্জি খারিজ হাই কোর্টে, বহাল সিআইডি তদন্ত

বেআইনি কয়লা কারবারের অভিযোগে গত জুলাই বারিককে গ্রেফতার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে কয়লা ছাড়াও ৪৫ কেজি সোনা পাচার করার অভিযোগ রয়েছে।

বেআইনি কয়লা কারবারের অভিযোগে গত জুলাই বারিককে গ্রেফতার করে সিআইডি।

বেআইনি কয়লা কারবারের অভিযোগে গত জুলাই বারিককে গ্রেফতার করে সিআইডি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ২০:৫৬
Share: Save:

অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত আবদুল বারিক বিশ্বাসের জামিন আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি শম্পা দত্তপালের পর্যবেক্ষণ, এই মামলায় তদন্ত অনেকটা এগিয়েছে। এখনই অভিযুক্ত জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে। এ ছাড়া অন্য মামলাতেও অভিযুক্তের নাম সামনে এসেছে।

বেআইনি কয়লা কারবারের অভিযোগে গত জুলাই বারিককে গ্রেফতার করে সিআইডি। বুধবার আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, বারিককে ভারতীয় দণ্ডবিধির ১৪১ ধারায় কোনও নোটিস দেওয়া হয়নি। এই ঘটনার সঙ্গে জড়িত বাকি ৬ অভিযুক্ত জামিন পেয়েছেন। এর পরেও মামলাকারীকে গ্রেফতার করে সিআইডি। পাল্টা রাজ্যের আইনজীবী কিশোর দত্ত এবং রুদ্রদীপ্ত নন্দীর সওয়াল, বারিকের অপরাধ খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় স্তরে অপরাধের সঙ্গে যুক্ত। তিনি যে ব্যবসার সঙ্গে জড়িত, সেখানে কয়লা প্রয়োজন। সেই সূত্রেই অবৈধ কারবার চলত।

এর আগে সিআইডি দাবি করেছিল, বসিরহাটের প্রভাবশালী ব্যবসায়ী হিসাবে পরিচিত বারিক। ২০১৪ সালে ৪৫ কেজি সোনা পাচার করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। ইডি বারিকের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। এমনকি গরু পাচারের সঙ্গেও তিনি জড়িত বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Coal Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE