ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার মামলাকারীদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, এ দিন থেকেই রাজ্যে এসআইআর শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে মামলার দ্রুত শুনানি হোক। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলার এখনই জরুরি ভিত্তিতে শুনানির কোনও প্রয়োজন নেই। কোর্টের খবর, আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা আছে।
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোর আছে। এই চাপানউতোরের অন্যতম কারণ বিহারের সর্বশেষ এসআইআর। সেখানে বহু মানুষের নাম বাদ গিয়েছে। এসআইআর-এর বিরুদ্ধে এ দিনই কলকাতায় মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চাপানউতোরের পরিস্থিতিতে হাই কোর্টের তিনজন আইনজীবী জনস্বার্থ মামলা করেছেন। তাঁদের বক্তব্য, ২০০২ সালেও এসআইআর হয়েছিল। কিন্তু তখন হাতে সময় নিয়ে ধীরেসুস্থে তা হয়েছিল। তার ফলে জনমানসে কোনও আতঙ্ক ছিল না। এ বার কম সময়ে এই গুরুত্বপূর্ণ কাজ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনারের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন তুলে ওই আইনজীবীদের আর্জি, কোর্ট এ ব্যাপারে হস্তক্ষেপ করুক এবং এসআইআর প্রক্রিয়া একটি নজরদারি কমিটির আওতায় হোক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)