স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের (গ্রুপ-সি এবং গ্রুপ-ডি) চিহ্নিত ‘দাগি’ নন, এমন শিক্ষাকর্মী ও চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ৮ ডিসেম্বরের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি)। এর পাশাপাশি ওই তালিকায় থাকা ব্যক্তিদের বয়সের ছাড় দিয়ে নতুন নিয়োগে আবেদন করার সুযোগ দিতে হবে এসএসসিকে। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জানুয়ারি। প্রসঙ্গত, গত সোমবার নিয়োগ তালিকায় (প্যানেল) ক্রমিক সংখ্যা টপকে, সাদা উত্তরপত্র জমা দিয়ে এবং প্যানেলের বাইরে থেকে যাঁরা চাকরি পেয়েছেন, সেই ‘দাগি’-দের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ।
এ দিন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস জানান, ওয়েটিং লিস্টেও ‘দাগি’ প্রার্থী আছেন। ওয়েটিং লিস্টের বাকি প্রার্থীরাও তাই ‘চিহ্নিত দাগি নন’— এই গোত্রের মধ্যে পড়েন। তাই তাঁরাও বয়সের ছাড় পাওয়ার যোগ্য। মামলার দীর্ঘসূত্রিতায় বহু বঞ্চিত চাকরিপ্রার্থীর নির্ধারিত বয়স পেরিয়ে গিয়েছে। তাই তাঁদেরও বয়সের ছাড় দেওয়া হোক। ‘চিহ্নিত দাগি নন’—এমন প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশেরও আর্জি জানান ফিরদৌস। এসএসসি-র আইনজীবীর পাল্টা যুক্তি, পরীক্ষার্থীদের কোনও বাড়তি ছাড় দেয়নি সুপ্রিম কোর্ট। ‘দাগি’ নন, এমন শিক্ষাকর্মীদের ও প্রতিবন্ধীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।
এ দিন বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, একটি বিষয় বারবার উঠে আসছে যে, ‘দাগি’ তালিকায় নাম থাকা অসম্মানের বিষয়। তাই যাঁরা চিহ্নিত ‘দাগি’ নন, তাঁদের অসম্মান এড়াতে কেন সেই তালিকা প্রকাশ করা হবে না? পরবর্তী কালে যদি কোর্ট প্রমাণ পায় এই তালিকায় থাকা কোনও শিক্ষাকর্মী দুর্নীতিতে জড়িত, তা হলে তাঁর নাম ‘দাগি’ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এর পরেই ‘দাগি’ নন এমন শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশেরও নির্দেশ দেন তিনি। সেই নির্দেশের বিরুদ্ধে কমিশনের কোঁসুলি আপত্তি জানান। বিচারপতি তা খারিজ করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)