Advertisement
০৪ মে ২০২৪
State

রাজ্যের আর্জি খারিজ, নারদ তদন্তের ভার সিবিআইকে দিল হাইকোর্ট

রাজ্যের আর্জি খারিজ করে নারদ মামলার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকেই দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার নারদ স্টিং অপারেশন নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার রায় ঘোষণা হল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১১:১৬
Share: Save:

নারদ কাণ্ডে বড় ধাক্কা খেল রাজ্য। সিবিআইয়ের হাতে চলে গেল নারদ কাণ্ডের তদন্তের ভার। শুক্রবার নারদ স্টিং অপারেশন নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার রায় ঘোষণা হল। ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। সেখানেই রাজ্যের আর্জি খারিজ করে নারদ মামলার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট।

ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা হাইকোর্ট থেকে নারদ মামলা সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করতে হবে সিবিআইকে। আর ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত সম্পূর্ণ করে তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমাও দিতে হবে। আইপিএস অফিসার মির্জার বিরুদ্ধে বিভাগীয় স্তরে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

রাজ্যে গত বিধানসভা ভোটের ঠিক আগে নারদ হুল অভিযানের ভিডিওয় দেখানো হয়, শাসক দলের বেশ কিছু নেতা-মন্ত্রী দেদার টাকা নিচ্ছেন। সেই ফুটেজের সত্যতা আনন্দবাজারের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে একাধিক জনস্বার্থ মামলা হয়। রাজ্য সরকার প্রথম থেকেই যার বিরোধিতা করে আসছিল। এ দিন সেই মামলারই রায় দেয় ডিভিশন বেঞ্চ।

এ দিন হাইকোর্টের রায় ঘোষণার পরই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারদা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য পাল্টা মামলা করবে বলে জানিয়েছেন। নারদ মামলার রায় ঘোষণার আগে কী করে রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করতে পারেন যে, উত্তরপ্রদেশ ভোটের পর নারদ মামলার সিবিআই তদন্ত হবে এ প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুন: নারদ স্টিং অপারেশন নিয়ে জনস্বার্থ মামলার রায় আজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE