কেবল সমানাধিকার ও নারীমুক্তির লড়াই নয়। নতুন প্রজন্মের কর্মসংস্থান-সহ অধিকার আদায় এবং পরিস্থিতি পরিবর্তনের জন্য বৃহত্তর সংগ্রামের ডাক দিয়ে শেয হল গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলার ১৮তম সম্মেলন। খড়দহে রবিবার সম্মেলনের শেষে সমাবেশে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম বলেছেন, ‘‘এক দল চাইছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শুধু ‘হরে রাম, হরে রাম’ করে ঘুরে বেড়াক! অন্য দল চাইছে মেলা, খেলা, উৎসবে ভুলিয়ে রাখতে। মতুয়া থেকে মুসলিম, নানা ভাবে মানুষকে ভাগ করা হচ্ছে পরিকল্পনা করে। এই বিভাজন, অপশাসনের বিরুদ্ধে বৃহত্তর লড়াই চালাতে হবে আমাদের।’’
খড়দহে মহিলা সমিতির সম্মেলন শেষে সমাবেশে মীনাক্ষী মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
দলের কেন্দ্রীয় কমিটির আর এক সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়ও একেবারে তৃণমূল স্তরে গিয়ে মানুষের মধ্যে কাজ করার বার্তা দিয়েছেন। সম্মেলন থেকে মহিলা সমিতির জেলা সম্পাদক ও সভাপতি পদে ফের নির্বাচিত হয়েছেন যথাক্রমে রুনু বন্দ্যোপাধ্যায় ও যশোধরা বাগচী। জেলা থেকে ৮৬টি আঞ্চলিক কমিটি গঠিত হওয়ার পরে উত্তর ২৪ পরগনা নিয়ে উৎসাহিত দেবলীনা, মীনাক্ষীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)