নারদ কাণ্ডে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা জেরা করেন গোয়েন্দারা।
পরে সুব্রতবাবু বলেন, ‘‘সিবিআইকে আমি সব ঘটনা জানিয়েছি। আমার লিখিত বয়ান নিয়েছে তারা। ভাল খাবার খাইয়েছে, ভাল ব্যবহারও করেছে। তদন্তে সব রকম সহযোগিতা করব বলে আমি অফিসারদের জানিয়েছি।’’
আরও পড়ুন: গৌতমের মঞ্চে পথ দেখালেন ইয়েচুরিই
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে নিয়ে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে সুব্রতবাবুর বাড়িতে যান। অভিযোগ, সে দিন ম্যাথুর থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী। ‘নারদ নিউজ’-এর স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে সুব্রতবাবুকে টাকা নিতেও দেখা যায়। নারদ কর্তার এই দাবিকে সামনে রেখেই সিবিআই তদন্ত শুরু করে।
সপ্তাহ দু’য়েক আগে প্রথম দফায় সুব্রতবাবুকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এ দিন বেলা ১১টা নাগাদ ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা জানান, সুব্রতবাবুর লিখিত বয়ান নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বয়ানের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। ম্যাথুর দেওয়া টাকা তিনি কোথায় খরচ করেছেন, সুব্রতবাবু তা জানিয়েছেন বলে দাবি গোয়েন্দাদের।