Advertisement
১৯ মে ২০২৪
Dilip Ghosh

পাচার-কাণ্ডে রাজ্যে তৎপর সিবিআই, বিজেপি-র নিশানায় তৃণমূল

শুক্রবার গরু ও কয়লা পাচার-কাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রের কৈখালির বাড়ি সিল করে দেয় সিবিআই। পাশাপাশি বিনয়ের সঙ্গে এক প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ২১:৩৩
Share: Save:

বিধানসভা ভোটের আগে গরু এবং কয়লা পাচার-কাণ্ডে তৎপর হয়েছে সিবিআই। রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়তেই নাম না করে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করল বিজেপি। বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়ে ‘ভয় পায় না’ বলে পাল্টা জানাল তৃণমূল।

শুক্রবার গরু ও কয়লা পাচার-কাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রের কৈখালির বাড়ি সিল করে দেয় সিবিআই। পাশাপাশি বিনয়ের সঙ্গে এক প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে। যা নিয়ে তৃনমূলকে কটাক্ষ করে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘যারা দাগি আসামি তাদেরকে সবাই চেনে। তারা পালিয়ে বেড়াচ্ছে। আর সেখান থেকে খুঁজতে খুঁজতে ডালাপালা ধরে কাণ্ডের দিকে হাত যাচ্ছে সিবিআইয়ের। তাই ওরা ভয় পেয়েছে। কিন্তু সাধারণ মানুষ খুশি। অপরাধীরা শীঘ্রই চিহ্নিত হবে।’’

একইসঙ্গে তাঁর অভিযোগ, ‘‘যারা অপরাধীর সঙ্গে হাত মিলিয়েছে, অনৈতিক অর্থ আর রাজনীতি করে জীবন-যাপন করছে, তাদের তো ভয় পাওয়ারই কথা।’’ দিলীপ এই অভিযোগ তুললেও তৃণমূল এতে ভীত নয় বলে জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘বিজেপি সিবিআই, ইডির ভয় দেখিয়ে দল ভাঙাচ্ছে। রাজনৈতিকভাবে চাপ দিচ্ছে। কিন্তু আমরা ভয় পাই না। কারণ আমরা আদর্শগতভাবে লড়াই করছি। যারা ভয় পায় তাদের জন্য আমাদের কষ্ট হয়।’’

আরও পড়ুন: পায়ে অনুযোগের বল, লক্ষ্ণীকে হাওড়া ময়দানে প্রসূনের ডজ

আরও পড়ুন: মাথায় রুপোর মুকুট, বিজেপি-কে পগারপার করার হুঙ্কার অনুব্রতর

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে বার বার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এরই মধ্যে শুক্রবার বিশিষ্টদের নিরাপত্তার জন্য ২ কোম্পানি সিআরপিএফ বাহিনী এসেছে রাজ্যে। ওই কেন্দ্রীয় বাহিনী বিজেপি নেতাদের সুরক্ষা দেওয়ার জন্যই আনা হয়েছে বলে দাবি তৃণমূলের। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী এনে নিজেদের নেতাদের সুরক্ষা দিচ্ছে বিজেপি। তা হলে মানুষকে সুরক্ষা দেবে কে। জঙ্গলমহল, ছত্তীসগঢ় এবং অন্ধ্রপ্রদেশে প্রতিদিন গন্ডগোল হচ্ছে। সেখানে সিআরপিএফ নেই। আর এখানে নেতাদের সিআরপিএফ দেওয়া হচ্ছে।’’

ফিরহাদের ওই দাবিকে নস্যাৎ করে দিলীপ ঘোষ বলেন, ‘‘এখানে আইনশৃঙ্খলা যে নেই, সেটা কাউকে বোঝাতে হবে না। রাজ্য পুলিশ তৃণমূলের নেতা ছাড়া কাউকে সুরক্ষা দেয় না, মহিলাদেরও নয়। বাংলার মানুষের জীবন আজ বিপন্ন, কেন্দ্রীয় শক্তিকে আনা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE