Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Anubrata Mandal

Anubrata Mandal: সিবিআইয়ের নজরে কি এ বার অনুব্রতের মেয়ে! সম্পত্তির উৎস নিয়ে কথা বলতে পারেন আধিকারিকরা

অনুব্রত মণ্ডলের কর্মচারীদের পর এ বার কি সিবিআইয়ের নজরে তাঁর মেয়ের সম্পত্তি! সূত্রের খবর, এ সপ্তাহেই তাঁর মেয়ের সঙ্গে কথা বলতে পারে সিবিআই।

অনুব্রতের মেয়ের সঙ্গেও কথা বলতে পারে সিবিআই।

অনুব্রতের মেয়ের সঙ্গেও কথা বলতে পারে সিবিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১৬:১৫
Share: Save:

অনু্ব্রত মণ্ডলের কর্মচারীদের সম্পত্তির উৎস নিয়ে আগেই তদন্ত শুরু করেছে সিবিআই। এ বার কি তাদের নজরে তৃণমূল নেতার মেয়ের সম্পত্তি! সূত্রের খবর, চলতি সপ্তাহেই অনুব্রতের মেয়ে সুকন্যার সঙ্গে কথা বলতে পারে সিবিআই।

সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রতের মেয়ের কাছে তাঁর সম্পত্তির আয়ের উৎস জানতে চাইতে পারে সিবিআই। ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের নজরে ১০টি সম্পত্তি রয়েছে। সেগুলি সম্পর্কে তথ্য জোগাড় করছেন তাঁরা। জানা গিয়েছে, ওই সম্পত্তি নিয়েই সুকন্যার কাছ থেকে সবিস্তার জানতে চাইবেন তদন্তকারীরা।

মা ও স্ত্রীর মৃত্যুর পর অনুব্রতের নিকট আত্মীয় বলতে একমাত্র তাঁর মেয়ে। সিবিআই হেফাজতে থাকাকালীন মেয়ের সঙ্গে কথাও বলেছেন বীরভূমের তৃণমূল সভাপতি। গত বৃহস্পতিবার গ্রেফতার হন অনুব্রত। সূত্রের খবর, পরের দিনই মোবাইলের লাউড স্পিকার অন করে মেয়ের সঙ্গে তাঁর কথা বলিয়ে দেন সিবিআই আধিকারিকেরা। এ বার সেই মেয়ের সম্পত্তিও সিবিআইয়ের নজরে।

২০২০ সালের জানুয়ারি মাসে মারা গিয়েছিলেন অনুব্রতের স্ত্রী। দীর্ঘ দিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। স্ত্রীর চিকিৎসায় বিস্তর টাকা খরচ হয়েছিল বলে তাঁর ঘনিষ্ঠদের দাবি। সেই খরচের দিকেও নজর রয়েছে সিবিআইয়ের। কোথা থেকে এসেছিল অত টাকা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রবিবারই অনুব্রতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, দলনেত্রীর বার্তা শোনার পর অনেকটাই আত্মবিশ্বাসী অনুব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mandal CBI Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE