Advertisement
২০ এপ্রিল ২০২৪
Saradha Scam

শিলংয়ে এ বার কুণালকেও ডেকে পাঠাল সিবিআই

সিবিআই সূত্রের খবর, ওই চিঠিতে সারদা তদন্তে রাজীব কুমারের ভূমিকা প্রসঙ্গে বেশ কিছু তথ্য রয়েছে। দেবযানী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনের পালিয়ে যাওয়ার পর কী কী হয়েছিল কলকাতায়, সেখানে তার সবিস্তার উল্লেখ আছে বলে ওই সূত্রটির দাবি।

রাজীব কুমার এবং কুণাল ঘোষ। ফাইল চিত্র।

রাজীব কুমার এবং কুণাল ঘোষ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৯
Share: Save:

শিলংয়ে কলকাতার নগরপাল রাজীব কুমারকে জেরা করতে সমন পাঠানোর আগেই চমক দিল সিবিআই। বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে জেরা করার জন্য শিলংয়ে তলব করা হল।

কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,“আমাকে সিবিআই শিলংয়ে উপস্থিত থাকতে বলেছে। এ বিষয়ে আমার আইনজীবী অয়ন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছি। তিনিও আমাকে শিলংয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ, তদন্তে সহযোগিতা করার শর্তেই আমি জামিন পেয়েছিলাম। সে কারণে তদন্তে সহযোগিতা করতেই আমি শিলং যাব।”

কুণালকে শিলংয়ে ডাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরাও। সিবিআই সূত্রে খবর, জামিন পাওয়ার পর কুণাল ঘোষ বিভিন্ন সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের গোয়েন্দাদের বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন। তার মধ্যে তাঁর ৯১ পাতার একটি চিঠিও রয়েছে যা তিনি প্রথমে দিয়েছিলেন ইডি আধিকারিকদের। সেই চিঠি পরবর্তীতে সিবিআইও পায়।

সিবিআই সূত্রের খবর, ওই চিঠিতে সারদা তদন্তে রাজীব কুমারের ভূমিকা প্রসঙ্গে বেশ কিছু তথ্য রয়েছে। দেবযানী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনের পালিয়ে যাওয়ার পর কী কী হয়েছিল কলকাতায়, সেখানে তার সবিস্তার উল্লেখ আছে বলে ওই সূত্রটির দাবি। সারদা কর্তার লেখা ১৮ পাতার চিঠি কোথায় লেখা হয়েছিল এবং কার মাধ্যমে ছড়ানো হয়েছিল তা-ও বিশদে দেওয়া আছে ওই চিঠিতে। সর্বোপরি, রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই যে তথ্য লোপাট এবং তথ্য বিকৃতির অভিযোগ এনেছে, এর আগে কুণাল ঘোষকে জেরা করতে গিয়েসেই সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: শিলংয়ে সিবিআইয়ের বাছাই ১০ অফিসারের মুখোমুখি হবেন কলকাতার সিপি রাজীব কুমার

তাই রীতিমতো আঁটঘাট বেঁধেই রাজীবের সঙ্গে শিলংয়ে ডাকা হয়েছে কুণালকে। আগামী রবিবার তাঁকে শিলংয়ে যেতে বলেছে সিবিআই। সূত্রের খবর, ওই সময়েই শিলংয়ে তলব করা হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকেও। তদন্তকারীদের একাংশ ইঙ্গিত দিয়েছেন যে, কুণালের দেওয়া তথ্য রাজীবকে জেরা করতে প্রয়োজন হবে। সারদা তদন্তের দায়িত্বে থাকা এক প্রাক্তন সিবিআই আধিকারিক বলেন, “তদন্তের এই পর্যায়ে কুণাল ঘোষ সিবিআইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কুণাল ঘোষের কাছে সারদার সঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে আর্থিক লেনদেনের অনেক তথ্য প্রমাণ রয়েছে। কালিম্পঙের ডেলোতে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু এবং সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠকের সাক্ষী প্রাক্তনওই সাংসদ।”

সিবিআইয়ের তদন্তকারীরা রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা উড়িয়ে দেননি। তাঁদের দাবি, শিলংয়ে যাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তদন্তকারীদের একাংশের দাবি, পুলিশ কমিশনারকে জেরা করার সময়ে কুণালকে শিলংয়ে ডাকা তাঁদের মাস্টারস্ট্রোক।

আরও পড়ুন: ধর্নায় যোগ দেওয়ার অভিযোগ, পদক কেড়ে নিয়ে ৫ আইপিএসকে শাস্তি দেওয়ার পথে কেন্দ্র

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE