Advertisement
E-Paper

শারদীয়া উৎসবের কারণে মাস শেষের আগেই বেতন পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা

সব ঠিকঠাক চললে আগামী ২৬ সেপ্টেম্বরই বেতন পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা। সাধারণত প্রত্যেক মাসের শেষ দিনে বেতন দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৭
Central employees will get advance salary before Durga Puja

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শারদোৎসবের আমেজে পশ্চিমবঙ্গ জুড়ে যখন উৎসবের রং ছড়িয়ে পড়ছে, তখনই সুখবর মিলল রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এ বার সেপ্টেম্বর মাসের বেতন তাঁদের হাতে আসবে নির্ধারিত সময়ের আগেই। সব ঠিকঠাক চললে আগামী ২৬ সেপ্টেম্বরই বেতন পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা। সাধারণত প্রত্যেক মাসের শেষ দিনে বেতন দেওয়া হয়। তবে এ বছর দুর্গাপুজোর ছুটির দীর্ঘ তালিকা এবং উৎসবের মরসুমের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাসের শেষ দিন যদি শনি বা রবিবার পড়ে, তা হলে তার আগের কর্মদিবসেই বেতন মিটিয়ে দেওয়া হয়। এ বারের ক্ষেত্রেও সেই নিয়মই কার্যকর হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে উৎসবকালীন পরিস্থিতি ও পুজোর বাজার করার জন্যই ২৬ সেপ্টেম্বরের মধ্যে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যেমন কর্মীদের উৎসবের প্রস্তুতিতে সুবিধা হবে, তেমন ব্যবসা-বাণিজ্যেও চাঙ্গা ভাব আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। প্রাক্তন এক রেল আধিকারিক বলেন, “এমনিতেই মাসের শেষ দিন যদি ছুটির মধ্যে পড়ে, তবে আগেই বেতন দেওয়া হয়। দুর্গাপুজোর মতো বড় উৎসবের আগে এই ব্যবস্থা কার্যকর হওয়াটা স্বাভাবিক। এতে কর্মীদের আর্থিক পরিকল্পনা সহজ হয়।” যাঁরা কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন, তাঁদেরও যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখেই। ওই দিন তাঁদের কর্মজীবনের শেষ দিন হিসাবে বিবেচিত হবে।

আগামী রবিবার মহালয়া দিয়ে শুরু হবে দেবীপক্ষ। সেই থেকেই কলকাতা-সহ গোটা বাংলায় শুরু হবে দুর্গোৎসবের প্রেক্ষাপট। সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত রাজ্য জুড়ে ছুটি ও উৎসবের রেশ চলবে। এই প্রেক্ষাপটে সময়ের আগেই বেতন হাতে আসায় কর্মীদের আনন্দ আরও দ্বিগুণ হবে বলেই মনে করছেন অনেকে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সিদ্ধান্তের জন্য সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

Durga Puja 2025 Central Government Employees
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy