Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Dipsita Dhar

Dipsita Dhar: কেন্দ্রের হেনস্থা, সরব দীপ্সিতা

দীপ্সিতার অভিযোগ, দিল্লিতে মোদী সরকারের পুলিশ তাঁদের নানা ভাবে হয়রান করছে। তাঁকে হস্টেল ছেড়ে দিতে হয়েছে।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ০৫:০৭
Share: Save:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সক্রিয় ভূমিকা নেওয়ায় দিল্লিতে পুলিশ তাঁদের নানা ভাবে হেনস্থা করছে বলে অভিযোগ সিপিএমের ছাত্র সংগঠনের নেত্রী দীপ্সিতা ধরের। ময়নাগুড়িতে শনিবার একটি সভায় উপস্থিত থাকার কথা ছিল এসএফআইয়ের সর্বভারতীয় ষুগ্ম সম্পাদক দীপ্সিতার। কিন্তু তিনি আসতে পারেননি। সেখানে তাঁর একটি বার্তা পড়ে শোনানো হয়। ওই বার্তায় দীপ্সিতার অভিযোগ, দিল্লিতে মোদী সরকারের পুলিশ তাঁদের নানা ভাবে হয়রান করছে। তাঁকে হস্টেল ছেড়ে দিতে হয়েছে। তাঁর ফেলোশিপ, বইখাতা কেড়ে নেওয়া হতে পারে বলেও দীপ্সিতার আশঙ্কা। দেশের যুবকদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করায় এমন হচ্ছে বলে অভিযোগ করেও বার্তায় তিনি প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dipsita Dhar BJP Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE