Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ডাক্তারদের ইস্তফা ঠেকাতে নীতি বদল

অধিকাংশ ক্ষেত্রে বিরোধ গড়াচ্ছে আদালত পর্যন্ত। এমনকি গণ-ইস্তফার হুমকিও দিচ্ছেন সরকারি চিকিৎসকদের একাংশ।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তানিয়া বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ০১:৪৭
Share: Save:

হাজিরা থেকে বদলি নীতি, সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য-প্রশাসনের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রায়ই মনোমালিন্য হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে বিরোধ গড়াচ্ছে আদালত পর্যন্ত। এমনকি গণ-ইস্তফার হুমকিও দিচ্ছেন সরকারি চিকিৎসকদের একাংশ।

পরিস্থিতির মোকাবিলায় সরকারি চিকিৎসকদের জন্য বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে স্বাস্থ্য দফতর। প্রশাসনিক সূত্রের খবর, সরকারি চিকিৎসকদের একাংশ স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছে। তাতে জেরবার হতে হচ্ছে স্বাস্থ্যকর্তাদের। আটকে গিয়েছে জরুরি কাজ। ওই সব বিষয় বিচারাধীন বলেই সিদ্ধান্ত নিতে পারছেন না স্বাস্থ্যকর্তারা। ডাক্তারের আকাল চলছে। সরকারি ডাক্তারদের ইস্তফা দেওয়ার প্রবণতায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, সরকারি চিকিৎসকদের বদলি নীতির বিষয়টিকে বরাবরই ‘শাস্তিমূলক সিদ্ধান্ত’ হিসেবে দেখা হয়েছে। তাই কাউকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হলেই অসন্তোষ তৈরি হয়। অনেক সময় মামলা হয়। চিকিৎসককে কোথায়, কত দিন থাকতে হবে, সেই বিষয়ে এ বার নতুন নীতি তৈরি হচ্ছে।

সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হলে একাধিক শর্ত চাপিয়ে দেওয়া হয় বলে চিকিৎসক শিবিরের অভিযোগ। উচ্চশিক্ষার সুযোগ পেলেও তার জন্য ছুটি নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্য-প্রশাসকদের মধ্যে টানাপড়েন চলে। এই ধরনের ঘটনার জেরেই সরকারি হাসপাতালে কাজের ব্যাপারে চিকিৎসকদের অনীহা দেখা দিচ্ছে বলে জানান চিকিৎসকদের একাংশ।

এই অবস্থায় উচ্চশিক্ষার জন্য ছুটি মঞ্জুর নিয়েও নতুন নীতি নির্ধারণের পরিকল্পনা চলছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। ফি-বছর ক’জন কর্মরত সরকারি চিকিৎসক স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন, সেই সংখ্যাও বেঁধে দেওয়া হবে।

এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘‘ডাক্তার-ঘাটতি দেখা দিতে পারে, এই আশঙ্কায় প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পরেও চিকিৎসকের ছুটি মঞ্জুর না-করা অনৈতিক। উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত না-করে কী ভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, সেই পরিকল্পনা করা হচ্ছে।’’

হাজিরা নীতির ক্ষেত্রেও সরকারের নতুন পরিকল্পনা আছে। সরকারি চিকিৎসকদের একাংশের অভিযোগ, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা যাচাই এবং বহির্বিভাগে রোগী দেখার হিসেব পাঠানোর ব্যবস্থা আসলে তাঁদের কাজে হস্তক্ষেপ। এর প্রতিবাদে কয়েকটি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা ইস্তফারও সিদ্ধান্ত নিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health department Doctor Rule Resignation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE