Advertisement
৩০ এপ্রিল ২০২৪

লগ্নি সংস্থার কর্তা ধৃত

চেক বাউন্সের মামলায় অর্থলগ্নি সংস্থা সুমঙ্গল ইনডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুব্রত অধিকারীকে গ্রেফতার করল হুগলির মগরা থানার পুলিশ। পুলিশ জানায়, মুম্বইয়ের মেট্রোপলিটন আদালত এবং পুরুলিয়ার আদালতে চেক বাউন্সের মামলা রয়েছে সুব্রতবাবুর নামে। দুই আদালত থেকে ১৬টি গ্রেফতারি পরোয়ানা আসে মগরা থানায়। তার প্রেক্ষিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ মগরার কাটাগড়ে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

নিজস্ব সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০৩:৩৫
Share: Save:

চেক বাউন্সের মামলায় অর্থলগ্নি সংস্থা সুমঙ্গল ইনডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুব্রত অধিকারীকে গ্রেফতার করল হুগলির মগরা থানার পুলিশ। পুলিশ জানায়, মুম্বইয়ের মেট্রোপলিটন আদালত এবং পুরুলিয়ার আদালতে চেক বাউন্সের মামলা রয়েছে সুব্রতবাবুর নামে। দুই আদালত থেকে ১৬টি গ্রেফতারি পরোয়ানা আসে মগরা থানায়। তার প্রেক্ষিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ মগরার কাটাগড়ে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে চুঁচুড়া আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মৈনাক দাশগুপ্তের এজলাসে হাজির করানো হয়। জামিন মঞ্জুর করে বিচারক জানান, সুব্রতবাবু যেন সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hooghly Chit fund Mumbai police court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE