Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Panchayat Election 2023

মক্কায় বসে মনোনয়ন জমা মিনাখাঁয়, তৃণমূলের সেই মইনুদ্দিনকে ভবানী ভবনে তলব করল সিআইডি

ইতিমধ্যেই মইনুদ্দিনের নামের প্রস্তাবক-সহ মোট সাত জনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এঁদের মধ্যে চার জন আবার বিডিও অফিসের কর্মচারী।

CID summons Mainuddin Gazi

তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেওয়া মইনুদ্দিন গাজি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৮:৪৪
Share: Save:

তাঁর প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত ভোটের সময় হইচই পড়ে গিয়েছিল। মক্কা থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় প্রার্থী হওয়া সেই মইনুদ্দিন গাজিকে এবার তলব করল সিআইডি। সূত্রের খবর, আগামী ১ অগস্ট মইনুদ্দিনকে ডেকে পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই মইনুদ্দিনের নামের প্রস্তাবক-সহ মোট সাত জনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এঁদের মধ্যে চার জন আবার বিডিও অফিসের কর্মচারী। তাঁদের বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এর আগে মিনাখাঁর বিডিওকেও জেরা করেছিল সিআইডি। এ বার ডাক পড়ল মইনুদ্দিনের।

মইনুদ্দিন হজ করতে মক্কায় গিয়েছিলেন। গত ৪ জুন সৌদি আরবে যান তিনি। ৮ জুন নির্বাচন কমিশনার রাজীব সিংহ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন। মনোনয়ন জমা দেওয়া শুরু হয় গত ৯ জুন থেকে। শেষ হয় ১৫ জুন। ওই সময়ে মইনুদ্দিন ছিলেন মক্কাতে। স্ক্রুটিনির সময় দেখা যায় এই মইনুদ্দিনই কুমারজোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।

মক্কা থেকে মিনাখাঁয় প্রার্থী হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল মামলাকারীর তরফে। কিন্তু হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয়। ইতিমধ্যে মিনাখাঁর বিডিও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন মইনুদ্দিনের বিরুদ্ধে। তার ভিত্তিতেই তদন্ত করছেন সিআইডি-র আধিকারিকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE