Advertisement
E-Paper

UAPA: ইউএপিএ বাতিলের দাবি, প্রতিবাদ শহরে

জেল হেফাজতে স্ট্যান স্বামীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ইউএপিএ আইন বাতিলের দাবি উঠল নাগরিক প্রতিবাদের মঞ্চ থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ০৬:২৪
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

জেল হেফাজতে স্ট্যান স্বামীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ইউএপিএ আইন বাতিলের দাবি উঠল নাগরিক প্রতিবাদের মঞ্চ থেকে। ‘সেভ ডেমোক্র্যাসি’র আয়োজনে শুক্রবার ওই প্রতিবাস সভা ছিল রাণুছায়া মঞ্চে।

সভায় প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের অভিযোগ, ‘‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন স্ট্যান স্বামী।’’ সিপিএমের আইনজীবা-সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘স্ট্যান স্বামীর মৃত্যু আসলে বঞ্চিত মানুষের অধিকারের আন্দোলনের বিরুদ্ধে আক্রমণ। মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, তাঁদের বিরুদ্ধেই নেমে আসছে রাষ্ট্রীয় সন্ত্রাস।’’

সংগঠনের সম্পাদক চঞ্চল চক্রবর্তীর বক্তব্য, ‘‘স্ট্যান স্বামীর মৃত্যু হয়নি। রাষ্ট্রীয় অবহেলা, অমানবিকতা খুন করেছে তাঁকে। প্রকৃতপক্ষে দেশে গণতন্ত্র আজ বিপন্ন। ইউএপিএ আইনকে ব্যবহার করা হচ্ছে প্রতিবাদের সব রকম কন্ঠস্বরকে দমন করার জন্য। সেভ ডেমোক্রেসি ইউএপিএ আইন বাতিলের দাবি করছে।’’ সভায় বক্তা ছিলেন দীপালি ভট্টাচার্য, দৃপ্তি লাহিড়ী প্রমুখ। ছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, লেখক শ্যামল মৈত্রেরাও।

Bikash Ranjan Bhattacharya UAPA Stan Swamy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy