নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে। তার পরেও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অনেক জায়গায় দেখা যাচ্ছে সিভিক ভলান্টিয়ারদের। এ বার খোদ তৃণমূলের দলীয় সভাতেই তাঁদের ডাক পড়ল সাগরে। এই ঘটনায় বিরোধীরা কমিশনে অভিযোগ জানানোর পরে অবশ্য ভলান্টিয়ারদের সেই বৈঠকে যাননি।
আজ, সাগরে নির্বাচনী জনসভা করার কথা যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় লোক জড়ো করার জন্য চেষ্টার কসুর করছেন না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গত ২১ মার্চ গঙ্গাসাগরের কালীবাজার পার্টি অফিসে সিভিক ভলান্টিয়ারদের বৈঠকে ডেকেছিল তৃণমূল। দলীয় প্রতীক-সহ প্রচারপত্র ছাপিয়ে সেটি বিলি করা হয় সিভিক ভলান্টিয়ারদের মধ্যেও। তৃণমূলের গঙ্গাসাগর অঞ্চল নির্বাচনী স্টিয়ারিং কমিটির তরফে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের খবর চলে যায় বিরোধীদের কাছে।
জেলা প্রশাসনের এক কর্তা জানান, ২০ মার্চ বামেদের পক্ষ থেকে ওই প্রচারপত্রের প্রতিলিপি-সহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। এরপর সিভিক ভলান্টিয়াররা যেন কোনও ভাবেই শাসক দলের বৈঠকে না যান সেই বিষয়ে সতর্ক করে থানায় নির্দেশ পাঠায় কমিশন। তৃণমূল সূত্রে খবর, নির্দিষ্ট দিনে বৈঠক হলেও সিভিক ভলান্টিয়ার্সরা অবশ্য আসেননি।