Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Forward Bloc

‘সম্মানজনক’ জোট, দাবি ফ ব-র বৈঠকে

ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় অবশ্য বৈঠকে আশ্বাস দিয়েছেন, আলোচনার টেবিলে বসলে সব বিষয়ই মাথায় রাখা হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ০৫:৩৭
Share: Save:

দলের বেশির ভাগ আসন ‘বলি’ দিয়ে জোট করা যাবে না বলে দাবি উঠল বাম শরিক ফরওয়ার্ড ব্লকের অন্দরে। দলের রাজ্য কমিটির বৈঠকে জেলার নেতাদের একাংশ দাবি তুললেন, ‘সম্মানজনক শর্তে’ কংগ্রেসের সঙ্গে জোট হোক। গত বিধানসভা ও লোকসভা ভোটের দৃষ্টান্ত টেনে মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর দিনাজপুরের মতো কিছু জেলার ফ ব নেতারা বৈঠকে বলেছেন, ওই সব জেলায় কংগ্রেসের মনোভাব নমনীয় নয়। ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় অবশ্য বৈঠকে আশ্বাস দিয়েছেন, আলোচনার টেবিলে বসলে সব বিষয়ই মাথায় রাখা হবে। তবে কংগ্রেসের সঙ্গে জোট এখন রাজনৈতিক ভাবে জরুরি ও বাধ্যবাধকতাও বটে। বৈঠকে ঠিক হয়েছে, ‘কর্পোরেটের কোম্পানি নয়, জনতার ভারত চাই’— এই ডাক দিয়ে প্রচার চলবে। আগামী ২ ও ৩ নভেম্বর ওই স্লোগান সামনে রেখেই কেন্দ্র ও রাজ্যের নানা সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভা ভিত্তিক পদযাত্রা ও সভা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forward Bloc Alliance Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE